দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- সমুদ্রতট পুরী মানেই জগন্নাথদেবের ধাম। এই মন্দিরে জগন্নাথ- বলরাম- সুভদ্রার বাস। ভগবান জগ্ননাথদেবকে একবার চোখের দেখা দেখার জন্য দূরদূরান্ত থেকে ছুটে আসেন সাধারন মানুষ। হিন্দু ধর্ম মতে, এই মন্দিরে সমস্ত কিছুই ঘটে ভগবান জগ্ননাথদেবের ইচ্ছায়। আর এই মন্দির চত্বরেই শেকল বাঁধা অবস্থায় রয়েছেন হনুমানজি ।
জগন্নাথ মন্দিরের দক্ষিণ দুয়ারের কাছে অবস্থিত বেড়ি হনুমানের এই মূর্তিটি সিরুলি মহাবীরের একটি ছোট মন্দিরে থাকে। জানা যায়, হনুমানজির এই মূর্তিটি কালো ক্লোরাইট পাথর দিয়ে তৈরি। যার উচ্চতা প্রায় ১০ ফুট।
পুরাণ মতে, পুরীর জগন্নাথ মন্দির নির্মাণের সময় সমুদ্রদেব ক্রুদ্ধ হয়ে মন্দিরকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছিলেন। তখন জগন্নাথ দেব হনুমানকে নির্দেশ দেন মন্দির রক্ষা করার জন্য। হনুমান তা করেন এবং সমুদ্রদেবের ক্রোধ শান্ত করেন। কিন্তু মন্দির রক্ষার জন্য হনুমানকে সর্বদা পুরীতে থাকতে হবে বলে শপথ করানো হয় এবং তাই তাকে সোনার শিকলে বেঁধে রাখা হয়। অন্য কাহিনী অনুসারে, হনুমান একবার অধৈর্য হয়ে অযোধ্যায় চলে যান। ফলে সমুদ্রদেব আবার মন্দিরে আক্রমণ করে। তখন জগন্নাথ দেব হনুমানকে ফিরিয়ে আনেন এবং তাকে পুরীতে বেঁধে রাখার নির্দেশ দেন। সেই থেকে ৯৩৫ বছর বাঁধা অবস্থাতেই রয়েছেন শ্রী হনুমান।