দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পুজোয় প্যান্ডেল হপিংয়ে বেরিয়ে ফুচকা না খেলে চলে! কিন্তু সেই ফুচকা যদি ব্যবহার হয় মণ্ডপসজ্জায়! নকল নয়, একদম আসল ফুচকা। বড়বাজার থেকে বস্তা বস্তা ফুচকা কিনে এনেছে বেহালা নূতন দল পুজো কমিটির উদ্যোগে। ক্লাবঘরে সেই ফুচকা তেলে ভেজে তাতে রাসায়নিক মাখিয়ে ব্যবহার করা হচ্ছে মণ্ডপসজ্জায়!
বেহালা নূতন দলের এবারের থিমের নাম - তুষ্টি। ফুচকা তো আর ভাত-ডালের মতো রোজকার খাবার নয়, কিন্তু রসনার তৃপ্তিতে ফুচকার জুড়ি নেই৷ তাই বাঁশ, কাঠ, টিন, নানা রঙের কাপড়ে সাজানো প্যান্ডেলে ছোট, খুব ছোট, মাঝারি, বড়— নানা সাইজের ৫০-৬০ হাজার ফুচকা ব্যবহার করা হচ্ছে।
এই পুজোর থিম শিল্পী অয়ন সাহাকে দেড় মাস ধরে সাহায্য করে চলেছেন নেদারল্যান্ডস থেকে আসা দুই শিল্পী বেঞ্জামিন এবং মার্টিনা। কলকাতার তিন চারটি বড় পুজোয় এবার বিদেশি শিল্পীরা কাজ করছেন৷ এটি তার অন্যতম।
ওলন্দাজ শিল্পীরাও কি ফুচকা খেয়েছেন? একশোবার৷ শুক্তো, মাছ, ভাত খাচ্ছেন, ফুচকা খাবেন না! খেয়েছেন তো বটেই, তাও আবার তেঁতুল জল-সহ।