দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- কালীপুজো মানেই আলোর উৎসব। আর এই আলোর উৎসব বাজি ছাড়া যেন কোনমতে সম্পূর্ণই হয়না। তবে সেই বাজির দুনিয়ায় অনেকটা জায়গা জুড়ে রয়েছে “বুড়িমার চকলেট বোম”। বর্তমানে পুজোয় শব্দবাজি নিষিদ্ধ করেছে সরকার। শব্দ বাজি ফাটালে হতে পারে জেলও। সে যাই হোক, বাঙালির মন জুড়ে আছে জনপ্রিয় ব্যান্ড “বুড়িমার চকলেট বোম”।
তবে বুড়িমা ওরফে অন্নপূর্ণা দাস দমে যাওয়ার পাত্রী নন। এবার তিনি অনুমতি নিয়ে বিক্রি শুরু করেন। এভাবেই তিনি একদিন বাজি তৈরি করার সিদ্ধান্ত নেন। তবে বাজি বাঁধতে তিনি পারতেন না। সেই কাজে তাঁকে সহায়তা করেন বাঁকুড়ার আকবর আলির।এর পরই তিনি করে ফেললেন এক বাজিমাত! বাজারে আসলো নতুন ব্র্যান্ড 'বুড়িমা'। চারিদিকে বুড়িমা চকলেট বোমের আওয়াজ ছড়িয়ে পড়লো। পরবর্তীতে ডানকুনিতে জমিকিনে রমরমিয়ে ব্যবসা শুরু করে ছিলেন। বর্তমানে তিনি না থাকলেও আজ মানুষের মুখে রয়ে গেছে 'বুড়িমা চকলেট'-এর নাম।