Festival and celebrations

1 year ago

Durga Puja 2023: থিমের চাকচিক্য থেকে দুরে থেকে সাবেকিয়ানায় সাজানো এই পুজোর সাথে জড়িয়ে অন্নকূট!

Durga Idol (Symbolic Picture)
Durga Idol (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এই পুজো  দেখতে হলে আপনাকে আসতে হবে হাওড়ার বাজে শিবপুর। সেখানকার এই পুজো এবারে ৮৫ তম বর্ষে পদার্পণ করল। তবে থিমের চাকচিক্য নয় বরং সাবেকিয়ানাই এই পুজোর অন্যতম আকর্ষণ। সপ্তমী থেকে অষ্টমী অবধি থাকে বিশেষ ভোগের আয়োজন। পুজো কমিটির সদশ্যরাই এই ভোগ রান্নার দায়িত্বে থাকেন। নবমীতে থাকে বিশেষ অন্নকূট উৎসবের ব্যাবস্থা। সেই দিন প্রায় ৩৫০ থেকে ৪০০ লোকের ভোগ খাওয়ার ব্যবস্থা থাকে। 

এই পুজো শুরু হয় ১৯৩৯ সালে। প্রথমে হোগলা পাতার মন্ডপ তৈরি করে পুজো শুরু করা হয়েছিল। তারপর এই পুজোর ব্যাপ্তি ছড়িয়ে পড়তে থাকে ধীরে ধীরে। তবে শুরু থেকে আজ অবধি এই পুজোর মূল আকর্ষণ কিন্তু সাবেকিয়ানা। এই বছরও মণ্ডপসজ্জা ও প্রতিমায় সাবেকিয়ানা বজায় থাকলেও চমক রয়েছে আলোকসজ্জাতে। তৃতীয়া থেকেই করা যাবে এবারের প্রতিমা দর্শন। 

এই পুজো দেখতে হলে আপনাকে যেতে হবে হাওড়া মন্দির তলা। তারপর মন্দিরতলা বাস স্টপেজে নেমে দশ মিনিট হাঁটলেই পৌঁছে যাওয়া যাবে এই পুজামণ্ডপে। 

You might also like!