কলকাতা, ১৩ অক্টোবর : দেখতে দেখতে ৫৭ বছরে পা দিল সন্তোষপুর অ্যাভিনিউ সাউথের দুর্গাপুজো। এ বারের থিম ভুবনভরা মায়ের আঁচল। মায়ের আঁচলে সন্তানরা সবচাইতে নিরাপদ। প্রকৃতিও নিজের আঁচলেই মানবজাতিকে আগলে রেখেছে। অথচ নিজ নিজ স্বার্থে প্রকৃতির ওপর আঘাত হানছে মানবজাতি। সেই ভাবনা থেকেই পুজো মণ্ডপ ও প্রতিমা তৈরি হয়েছে বলে জানিয়েছেন পুজো উদ্যোক্তারা।
মা দুর্গার আঁচল দিয়েই তৈরি হয়েছে পুজো মন্ডপ। পুজো কমিটির সদস্য ময়ূখ দাস বলেছেন, "মায়ের আঁচলের আকারেই তৈরি হয়েছে পুজো মন্ডপ।" শিল্পী প্রদীপ্ত কর্মকার বলেছেন, "মায়ের আঁচলেই আমরা নিজেদের শান্তি, নিরাপদ বোধ করি। সেটাই তুলে ধরা হয়েছে পুজো মণ্ডপ ও প্রতিমা তৈরিতে।" দুর্গাপুজোর আর মাত্র কিছু দিন বাকি, পুজো উদ্যোক্তারা জানিয়েছেন, তাঁদের কাজও প্রায় শেষ। কোনও রকম খামতি যাতে না থাকে, শেষ মুহূর্তে সেদিকেই নজর রয়েছে তাঁদের।