Entertainment

1 day ago

Keshari 2: এবার কি ভাগ্য ফিরবে অক্ষয়ের

Keshari 2
Keshari 2

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: কয়েক বছর ধরে সেভাবে সাফল্যের দেখা পাচ্ছেন না অক্ষয় কুমার। তাঁর অভিনীত সিনেমাগুলো বক্স অফিসে প্রত্যাশামতো ব্যবসা করতে পারছে না। ক্যারিয়ার নিয়ে শঙ্কার মধ্যেই  প্রেক্ষাগৃহে মুক্তি পাবে অক্ষয় অভিনীত নতুন সিনেমা ‘কেশরী ২’। বাণিজ্য বিশ্লেষকেরা ধারণা করছেন, মুক্তির প্রথম দিনে ৮ কোটি রুপি আয় করতে পারে সিনেমাটি। ১৯১৯ সালের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের ওপর ভিত্তি করে সিনেমাটি তৈরি করা হয়েছে। এই সিনেমায় সি শংকরন নায়ারের চরিত্রে অভিনয় করেছেন অক্ষয়। আর মাধবন আছেন অ্যাডভোকেট নেভিল ম্যাককিনলির চরিত্রে। অনন্যা পান্ডেকে দেখা যাবে দিলরিত গিলের চরিত্রে।  

‘কেশরী ২’ মুক্তির আগে থেকেই সিনেমার গল্প নিয়ে বেশ রোমাঞ্চিত দর্শকেরা। ইতিমধ্যেই এই সিনেমাটি তেলেগু ভাষায় প্রকাশ করার দাবি জানিয়েছেন অভিনেতা ও প্রযোজক রানা দাগ্গুবতি। তিনি তেলেগু ভাষায় এ সিনেমাটি রিমেক করার ইচ্ছা প্রকাশ করেছেন। এমন ছবি প্রত্যেক ভাষার দর্শকদের দেখা উচিত বলেই দাবি জানিয়েছেন ‘বাহুবলী’ অভিনেতা।

আলোচিত সত্য ঘটনা অবলম্বনে তৈরি হওয়ায় সিনেমাটি দর্শকেরা পছন্দ করতে পারেন বলে ধারণা করছেন বিশ্লেষকেরা। তাঁদের ধারণা, মুক্তির প্রথম দিনে বক্স অফিসে ৫ থেকে ৮ কোটি রুপি আয় করতে পারে। কেউ কেউ আবার বলছেন প্রথম দিনে সিনেমাটির আয় ১০ কোটি রুপিও ছাড়িয়ে যেতে পারে।

‘কেশরী ২’ মুক্তির আগে থেকেই সিনেমার গল্প নিয়ে বেশ উত্তেজিত দর্শকেরা। ইতিমধ্যেই এই সিনেমাটি তেলেগু ভাষায় প্রকাশ করার দাবি জানিয়েছেন অভিনেতা প্রযোজক রানা দাগ্গুবতি।অক্ষয়, মাধবন ও অনন্যা ছাড়াও এ ছবিতে আরও আছেন রেজিনা ক্যাসান্দ্রা, সাইমন পেসলি ডে ও অমিত সিয়ালরা আছেন ‘কেশরী ২’-তে। ছবিটি পরিচালনা করেছেন করণ সিং ত্যাগী।২০১৯ সালে মুক্তি পাওয়া ‘কেশরী’-এর সিকুয়েল এটি। সে ছবিটি তৈরি হয় সারাগড়ির যুদ্ধের ঘটনাকে কেন্দ্র করে।

You might also like!