Entertainment

6 hours ago

Vicky-Katrina: ছেলেকে স্বাগত জানানোর পরই ভিকি-ক্যাটরিনার পরিবারে নয়া অতিথি! জানুন বিস্তারিত

Vicky Kaushal seen riding in his newly purchased Lexus LM350h 4S worth ₹3.20 crore
Vicky Kaushal seen riding in his newly purchased Lexus LM350h 4S worth ₹3.20 crore

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: অভিনেতা ভিকি কৌশল এবং স্ত্রী ক্যাটরিনা কাইফ গত মাসে তাদের ফুটফুটে পুত্র সন্তানের বাবা-মা হয়েছেন। সন্তানকে স্বাগত জানানোর মাত্র এক মাস পরে, এই দম্পতির পরিবারে এল আরও এক নতুন অতিথি– তবে এবার সে গাড়ির আকারের! ভিকি ও ক্যাটরিনা এবার বিরাট অঙ্কের ৩ কোটি ২০ লক্ষ টাকার লেক্সাস এলএম ৩৫০ এইচ ৪এস গাড়ি কিনেছেন।  সন্তানের জন্মের পর ভিকি বেশ কয়েকটি ভিডিওতে এই বিলাসবহুল গাড়ির সঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন। গাড়িটি চার-সিটের এবং প্রিমিয়াম আরামের জন্য পরিচিত। যদিও ক্যাটরিনা প্রকাশ্যে খুব বেশি দেখা দেননি, তবে সম্প্রতি মুম্বইয়ের এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিকি। তার পরেই তাঁকে নতুন গাড়িতে বসে থাকতে দেখা গেছে। 

ভিকি-ক্যাটরিনা এই বছরের নভেম্বরে তাদের প্রথম সন্তানকে স্বাগত জানান। ইনস্টাগ্রামে পোস্টে তাঁরা লিখেছিলেন,  ‘আমাদের আনন্দের বান্ডিল এসে গেছে। অপরিসীম ভালোবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে আমরা আমাদের ছেলেকে স্বাগত জানাই’। প্রিয়াঙ্কা চোপড়া, আয়ুষ্মান খুরানা, করণ জোহর প্রমুখ এই দম্পতিকে বাবা-মা হওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন। পরে জিকিউ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রথমবারের মতো বাবা হওয়ার কথা মুখ খোলেন ভিকি। বলেন,'বাবা হওয়া আমার ২০২৫ এর সবচেয়ে বড় মুহূর্ত। এটি একটি জাদুকরী অনুভূতি। আমি সবসময় অনুভব করেছি যে যখন সময় আসবে, আমি খুব আবেগপ্রবণ এবং উচ্ছ্বসিত হব, তবে এটি আসলে আমার জীবনের সবচেয়ে গ্রাউন্ডিং মুহূর্ত ছিল'।

ভিকি-ক্যাটরিনার প্রেম কাহিনি শুরু হয় এক অ্য়াওয়ার্ড সেরেমানির মঞ্চে স্ক্রিপ্টেড সংলাপের মাধ্যমে। ২০২১ সালের ডিসেম্বরে সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ায় অন্তরঙ্গ বিয়ের মাধ্যমে গাঁটছড়া বাঁধেন তাঁরা। বিয়ের পরেই নিজেদের সম্পর্ককে অফিসিয়াল করেছিলেন ভিকি-ক্যাটরিনা। এবার সন্তান ও বিলাসবহুল গাড়ি নিয়ে ভিকি-ক্যাটরিনার পরিবার যেন এক নতুন আনন্দের অধ্যায় শুরু করেছে।


You might also like!