দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- সাফল্যের শিখড়ে পৌঁছে পেশাদারিত্ব ভুলে গিয়েছেন তৃপ্তি দিমরি (Triptii Dimri)। সম্প্রতি এমনই অভিযোগ উঠেছে বলিউড অভিনেত্রীর (Bollywood actress) বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, জয়পুরের (Jaipur) একটি ইভেন্টের জন্য অগ্রিম টাকা (Advance payment) নিয়েছিলেন তিনি। কিন্তু তারপরও ওই ইভেন্টে তিনি যাননি। আর তাতেই রেগে আগুন ওই ইভেন্টের মহিলা উদ্যোক্তারা। এমনকি তাঁর পোস্টারে কালিও লাগানো হয়েছে। এমনই একটি ভিডিও বর্তমানে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এদিকে বিতর্ক বাড়তেই এপ্রসঙ্গে মুখ খুললেন তৃপ্তি দিমরি।
এরপরেই অভিনেত্রী নিজে মুখ না খুললেও ঘটনা মিথ্যা বলে দাবি করেন তৃপ্তির মুখপাত্র ৷ সেখানে বলা হয়, "ভিকি বিদ্যা কি বো বালা ভিডিয়ো সিনেমা প্রোমোশনের জন্য সব জায়গায় যেতে প্রস্তুত অভিনেত্রী তৃপ্তি দিমরি ৷ এটা তাঁর কাছে সম্মানের ৷ পাশাপাশি এটা তাঁর কাজের মধ্যেও পড়ে ৷ কিন্তু তিনি কোনও ব্যক্তিগত ইভেন্টে টাকার বিনিময়ে উপস্থিত থাকতে কখনই রাজি হননি ৷ এটা স্পষ্ট করা দরকার, অভিনেত্রী তৃপ্তি দিমরি অতিরিক্ত টাকা বা পেমেন্টের বিনিময়ে এই ধরনের কোনও অনুষ্ঠানে যোগ দিতে রাজি হননি ৷"
পুরো বিষয়টি সামনে আসার পর অনুরাগীরা বুঝতে পারছেন না এখানে অভিনেত্রীর পিআর টিমের কোনও ভুল রয়েছে নাকি অনুষ্ঠানের আয়োজকদের কোনও ভুল রয়েছে ৷ আপাতত এই বিষয় নিয়ে নেটপাড়ায় হচ্ছে জলঘোলা ৷ উল্লেখ্য, 11 অক্টোবর মুক্তি পাচ্ছে 'ভিকি বিদ্যা কি বো বালা ভিডিয়ো' ৷ পর্দায় রাজকুমার রাওয়ের বিপরীতে দেখা যাবে তৃপ্তি দিমরিকে ৷