Entertainment

1 month ago

Mimi Chakraborty : বাজেট অধিবেশনে মা-বাবাকে নিয়ে সংসদ ভবনে মিমি চক্রবর্তী

Mimi Chakrabarty

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  নয়াদিল্লির সাংসদ ভবনে বুধবার বেলা ১১টায় দেশের সাধারন বাজেট পেশ করেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।প্রথা মতই এদিন উপস্থিত হয়েছিলেন সব রাজনীতিদলের সাংসদরা। উপস্থিত হয়েছিলেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী। তিনি শুধু একা নন, মা-বাবাকে নিয়ে উপস্থিত হয়েছিলেন সংসদ ভবনে। 

সংসদ ভবনে মা-বাবার মাঝে দাঁড়িয়ে ছবি তুলে রীতিমতো আবেগপ্রবণ নায়িকা। তিনি লেখেন, “আমার বাবার কথায়, এই দিনটা হল তাঁর জীবনের দ্বিতীয় সেরা দিন। আমি যে দিন জন্মছিলাম, সেটা ছিল বাবার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন।” 

 বাড়ির ছোট মেয়ে বলে বরাবরই খুব আদরে মানুষ হয়েছেন মিমি। এ বার সেই আনন্দ ফিরিয়ে দেওয়ার পালা অভিনেত্রীর। নায়িকার সমাজ মাধ্যমের পোস্টে মা-বাবাকে আনন্দ দেওয়ার যে তৃপ্তি, সেই হাসিই ধরা পড়ল নায়িকার চোখে মুখে। 

প্রসঙ্গত, শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের হিন্দি ছবির কাজ শেষ। শোনা যাচ্ছে, এবার বাংলার সীমা ছাড়িয়ে মায়ানগরীতে পসার জমানোর প্রস্তুতি শুরু করেছেন অভিনেত্রী। 


You might also like!