দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এবার কিছুটা আলাদাভাবেই কাটল কোয়েল মল্লিকের ভাইফোঁটা। দক্ষিণ কলকাতার একটি সংস্থায় প্রতিপদে ভাইফোঁটা দিতে গিয়েছিলেন কোয়েল। সেখানকার ছবি তিনি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়াতেও। 'ঈশ্বর' নামক এই সংস্থার বিশেষ ভাবে সক্ষম সদস্যদের ফোঁটা দিতে গিয়েই ঘটে গেল অভিনব এক কাণ্ড।
এই সংস্থায় এখানে এমন অনেকে থাকেন, যাঁরা হারিয়ে ফেলেছেন নিজেদের স্মৃতি। শারীরিক ভাবে সুস্থ নন। মনে নেই বাড়ির ঠিকানা। ফলে দূরে থাকতে বাধ্য হয়েছেন পরিবারের থেকে।
তবে কোয়েলের শেয়ার করা ফোটো থেকেই নিজেদের হারানো ছেলেকে ফিরে পেলেন মুর্শিদাবাদের এক পরিবার। সুজয় বলে একটি ছেলে ফিরল নিজের কাছের মানুষদের কোলে। এই নিয়ে ইনস্টা স্টোরিতে রঞ্জিত-কন্যা লিখলেন, ‘আমি খুব আনন্দের সঙ্গে সবাইকে জানাতে চাই যে, আমার সুজয়কে ফোঁটা দেওয়ার ভিডিয়ো দেখে হারানো ছেলেকে খুঁজে পেয়েছে মুর্শিদাবাদের পরিবার, বহু বছর পরে। শুভ দিনে এর থেকে ভালো আর কী বা হতে পারে।’