দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নানান দিক থেকে নানান সমস্যার মুখোমুখি হয়েছিল 'দ্য কেরালা স্টোরি'। এবার এই ছবি ব্যান করা নিয়ে মুখ খুললেন কঙ্গনা রানাওয়াত। উত্তরাখণ্ডে একটি মন্দিরে পুজো দেওয়ার মাঝেই তিনি বললেন, " যখন সেন্সরবোর্ড কোনও ছবিকে মুক্তির ছাড়পত্র দিয়ে দেয় তখন সেই ছবিকে নিষিদ্ধ করা মানে সংবিধানকে অপমান করা।'
ছবি ব্যান করা নিয়ে কঙ্গনার সংযোজন, "সবদিক বিচার বিবেচনা করেই একটি ছবিকে সেন্সরবোর্ড মুক্তির ছাড়পত্র দেয়। এরপর যকন ছবির মুক্তিতে নিষেধাজ্ঞা জারি করা হয় তখন তা সংবিধানকে অপমান করার সমতুল্য। কয়েকটি রাজ্যে দ্য কেরালা স্টোরি ব্যান করা মোটেই উচিত হয়নি।''