দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সপ্তাহ দুয়েক ধরে বঙ্গ বিনোদনের প্রায় সবটুকু আলো তাঁদের দিকেই। বলছি টলিপাড়ার এই বসন্তের সবচেয়ে চর্চিত যুগল কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। বিয়ে বউভাত সারা! বাকি ছিল রিসেপশন। বুধবার এই শহর সাক্ষী থাকবে এক তারকাখচিত সন্ধ্যার।
শনিবার সন্ধ্যায় সাত পাকে বাঁধা পড়েছেন অভিনেতা বিধায়ক কাঞ্চন এবং টলিপাড়ার অভিনেত্রী শ্রীময়ী। বিয়ের পর সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি/ ভিডিও পোস্ট করেছেন দুজনেই। সামাজিক বিয়ে শনিবার হলেও খাতায় কলমে প্রেম দিবসেই রেজিস্ট্রি সেরেছিলেন দুজন।কাঞ্চন শ্রীময়ীর রিসেপশনে আমন্ত্রিত বিনোদন এবং রাজনীতি জগতের হু'জ হুরা।