Technology

7 hours ago

Realme Phones: ২০২৫-এ রিয়েলমির নতুন ফোন, ভারতে কবে, কখন লঞ্চ হবে,জানুন বিস্তারিত!

Realme 115G
Realme 115G

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: রিয়েলমি (Realme)কোম্পানি কর্তৃক ভারতে নতুন একটি স্মার্টফোন লঞ্চ করার পরিকল্পনা করেছে। এই ফোন লঞ্চ হবে রিয়েলমি পি2 প্রো 5জি ফোনের সাকসেসর হিসেবে। গত বছর সেপ্টেম্বর মাসে রিয়েলমি পি2 প্রো ফোন লঞ্চ হয়েছিল। রিয়েলমি তাদের Realme 11 5G মডেলটি ভারতে লঞ্চ করবে খুব সম্ভবত চলতি বছরের ফেব্রুয়ারি মাসে। শোনা যাচ্ছে, ২৬ ফেব্রুয়ারির মধ্যে রিয়েলমি পি3 প্রো ফোন ভারতে লঞ্চ হবে। কোন র‍্যাম এবং স্টোরেজ কনফিগারেশনে রিয়েলমির এই নতুন ফোন লঞ্চ হবে সেই সম্পর্কেও আভাস পাওয়া গিয়েছে। ১৭ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারির মধ্যে ভারতে রিয়েলমি পি3 ফোন লঞ্চ হতে পারে। অন্তত 12জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ থাকতে পারে রিয়েলমি পি3 প্রো ফোনে। 

12 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ সম্পন্ন  রিয়েলমি -র এই ফোনের আত্মপ্রকাশ ঘটতে চলেছে। প্রসঙ্গত উল্লেখ্য, রিয়েলমি পি৩ প্রো ফোনের নাম ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের ওয়েবসাইটে দেখা গিয়েছে। অতএব এটা স্পষ্ট যে এই ফোন ভারতে লঞ্চ হতে খুব বেশি দেরি নেই। 

Realme 11 5G এর কিছু গুরুত্বপূর্ণ ফিচার:

ডিসপ্লে: 6.72-ইঞ্চি Full HD+ ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট

প্রসেসর: MediaTek Dimensity 6100+ চিপসেট

ক্যামেরা: প্রাথমিক ক্যামেরা,50মেগাপিক্সেল

আল্ট্রা ওয়াইড ক্যামেরা:8 মেগাপিক্সেল

ব্যাটারি:5,000mAhব্যাটারি এবং 68Wসুপার ফাস্ট চার্জিং

স্টোরেজ:6GB বা 8GB RAM এবং 128GB বা 256GB ইন্টারনাল স্টোরেজ

অপারেটিং সিস্টেম: Android 13 ভিত্তিক Realme UI 4.0

রিয়েলমি পি২ প্রো ফোন 

গত বছর অর্থাৎ ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে রিয়েলমি পি2প্রো ফোন লঞ্চ হয়েছিল ভারতে। 8জিবি র‍্যাম এবং128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২১,৯৯৯ টাকা। 

এই ফোনের12জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৪,৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনের12 জিবি র‍্যাম এবং512জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ২৭,৯৯৯ টাকা। রিয়েলমি পি2 প্রো ফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7এস জেন 2প্রসেসর। 

এছাড়াও রয়েছে5200 এমএএইচ ব্যাটারি এবং 80 ওয়াটের SuperVOOC চার্জিং সাপোর্ট। এই ফোনে 6.7ইঞ্চির ফুল এইচডি প্লাস থ্রিডি কার্ভড AMOLED ডিসপ্লে রয়েছে। 

এছাড়াও রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যেখানে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এছাড়াও এই ফোনে 32মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে। 

You might also like!