Entertainment

1 year ago

AJMER 92: এই সিনেমা মুক্তি পেলে সামাজিক অবক্ষয় ঘটবে!‘আজমেঢ় ৯২' ছবি নিয়ে সরব মুসলিম লিগ

Azmer 92 (File Picture)
Azmer 92 (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ‘দ্য কাশ্মীর ফাইলস’, ‘দ্য় কেরালা স্টোরি’র পর ‘আজমেঢ় ৯২’ নিয়ে শোরগোল চলচ্চিত্র মহলে। এই ছবিকে নিষিদ্ধ করতে উঠে পড়ে লেগেছে মুসলিম সংগঠন জামিয়াত উলমা-ই-হিন্দ। এই মুসলিম সংগঠনের সভাপতি মৌলানা মেহমুদ জানান, এই সিনেমা মুক্তি পেলে সামাজিক অবক্ষয় ঘটবে। নতুন করে অশান্তি সৃষ্টি হতে পারে। শুধু তাই নয় এই ছবি আজমেঢ় দরগার অসম্মান করে। তাই কেন্দ্রীয় সরকারের কাছে আবদেন এই ছবিকে নিষিদ্ধ করা হোক।

নব্বইয়ের দশকের গোড়ার দিকে রাজস্থান একটি গ্যাং সক্রিয় হয়েছিল। যারা স্কুলছাত্রী, কলেজ ছাত্রী ও তরুণীদের ফুঁসলিয়ে নিয়ে গিয়ে গণধর্ষণ করত। ছবি তুলে রেখে ব্ল্যাকমেল করা হত। একটি ফোটো কালার ল্যাবে সেই ছবি প্রিন্ট করা হত এবং সেই ছবি ছড়িয়ে দিত ওই গ্যাং। সেই ছবি দেখিয়ে নির্যাতিতাকে লাগাতার গণধর্ষণ করা হত। এই ঘটনায় ফারুক চিস্তি এবং নাফিস চিস্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। যাদের সঙ্গে আজমেঢ় শরিফ দরগার যোগ ছিল বলে ওই রিপোর্টে দাবি করা হয়েছিল।

ছবির পরিচালক পুষ্পেন্দ্র সিং। অভিনয় করেছেন জারিনা ওয়াহব, সায়াজি শিন্ডে, মনোজ যোশী এবং রাজেশ শর্মার মতো অভিনেতারা। ছবিটি মুক্তি পাওয়ার কথা ১৪ জুলাই।


You might also like!