দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শুক্রবার, সামনেই লম্বা উইকেন্ড। বিনোদনের বেশ কয়েকটি ঠিকানা কিন্তু আপনার জন্য তৈরি। সিনেমা হল বা ওটিটি দুই-ই সরগরম থাকছে এ সপ্তাহে।
বড়পর্দায় কোন কোন ছবি?
বড়পর্দায় মুক্তি সৌকর্য ঘোষালের নতুন ছবি 'ভূতপরী'। আড়াই মিনিটের ট্রেলারেই বেশ রহস্য ঘনিয়েছে। ভূতের চরিত্রে জয়া এহসান। বেশ খানিকটা আলো আঁধারি ট্রেলারকে আরও রহস্যময় করে তুলেছে। জয়া ছাড়াও ঋত্বিক চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, টলিপাড়ার পাওয়ার হাউজরা রয়েছেন এ ছবিতে।একই দিনে পর্দায় আসছে তথাগত মুখোপাধ্যায়ের ছবি 'পারিয়া'। পথকুকুরদের মসিহা এখানে বিক্রম । যারা পথকুকুরদের ক্ষতি করবে তাদের ক্ষত বিক্ষত করতেও দু'বারও ভাবেন না, রক্ত মাখা হিংস্র লুকে ধরা দিলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় ।
সিনেমাহলে যেতে আলস্য লাগলে আপনার জন্য থাকছে বাংলা ওটিটি কন্টেন্ট,। জি ফাইভে ৯ ফেব্রুয়ারি রিলিজ করছে মিমি-সোমরাজের 'পলাশের বিয়ে'। পরিচালক জানিয়েছেন, ফেলে আসা সময়সের সহজ সরল ছবি আঁকতে চেয়েছেন তিনি। হারিয়ে যাওয়া যৌথ পরিবারের গল্প বলার ইচ্ছে ছিল তাঁর অনেকদিনের।