দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সোনম কাপুরের বাড়ির পর এবার শাহরুখের বাড়িতে পৌঁছলেন বেকহ্যাম। সাহেবি পোশাক পরে মন্নতে উপস্থিত হয়েছিলেন বেকহ্যাম। বলি কিংয়ের বাড়িতে ঢোকার আগে পাপারাজ্জিদের হাত দেখালেন তিনি।
শাহরুখ আগেই জানিয়ে ছিলেন, বেকহ্য়াম আর তাঁর সাক্ষাৎ একেবারেই প্রাইভেট। এখানে ক্য়ামেরা বা সাংবাদিকদের ঢোকা মানা। তবুও অনুরাগীরা অধীর অপেক্ষায় ছিলেন দুই তারকাকে মুখোমুখি দেখার জন্য। রাত বাড়তেই সোশাল মিডিয়ায় ফাঁস হল পার্টির ছবি। যেখানে দেখা গেল শুধুই তারকাদের পাদুকা!
হ্যাঁ, শাহরুখের এই গোপন পার্টিতে হাজির ছিলেন সোনম কাপুর ও আনন্দ আহুজাও। তিনি ইনস্টাগ্রামে ফাঁস করলেন একটি ছবি। যে ছবিতে দেখা গেল তারকাদের পা। তবে অনুরাগীরা কিন্তু পা দেখেই ঠিক চিনতে পেরেছে শাহরুখ ও বেকহ্যামকে। সঙ্গে রয়েছেন শাহরুখ পুত্র আরিয়ান, সুহানা ও গৌরী খানও।