Entertainment

1 year ago

Suzanne Somers:মার্কিন অভিনেত্রী সুজান সোমার্স প্রয়াত

American actress Suzanne Somers passed away
American actress Suzanne Somers passed away

 

ওয়াশিংটন, ১৬ অক্টোবর : মার্কিন অভিনেত্রী সুজান সোমার্স প্রয়াত । ৭৬ বছর বয়সী অভিনেত্রী সোমার্স ১৫ অক্টোবর সকালে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

খবর অনুযায়ী, বিখ্যাত টিভি শো থ্রি'স কোম্পানিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী সুজান সোমার্স। সুজান সোমারসের মুখপাত্র আর. কৌরি তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন যে, সুজান ২৩ বছরেরও বেশি সময় ধরে স্তন ক্যান্সারের সাথে লড়াই করেছিলেন। সুজান সোমার্স তার ৭৭ তম জন্মদিনের একদিন আগে এই পৃথিবীকে বিদায় জানান। তিনি তাঁর স্বামী অ্যালান এবং পুত্র ব্রুসকে রেখে গেছেন।


You might also like!