Breaking News
 
GOAT Tour: কলকাতায় মেসি-উন্মাদনা—কিং খানের সঙ্গে ফ্রেমবন্দি আর্জেন্তাইন মহাতারকা Shivraj Patil death: অসুস্থতা কেড়ে নিল প্রাণ, প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ পাটিল Khaleda Zia's Health Deteriorates: শারীরিক অবস্থার অবনতি, ভেন্টিলেশনে খালেদা জিয়া WB HS Exam: বড় স্বস্তি পেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা! প্রশ্নপত্র পড়ার জন্য এবার দেওয়া হবে অতিরিক্ত ১০ মিনিট—শিক্ষা সংসদের গুরুত্বপূর্ণ ঘোষণা Hardik Pandya: মাহিকা আসায় জীবন বদলে গেছে! পাপারাজ্জিদের সঙ্গে বিতর্কের পর প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ হার্দিক পান্ডিয়া Humayun Kabir: বিস্ফোরক অভিযোগ! সৌদি আরবের ক্বারী এনেছেন বলে দাবি, কিন্তু তারা রাজ্যেরই বাসিন্দা—মসজিদের শিলান্যাস করে ফের বিতর্কে হুমায়ুন

 

Duranta barta Audible Pod casts

2 years ago

Top 10 news today : আজকের সেরা ১0 (মঙ্গলবার , ফেব্রুয়ারী ১৪, ২০২৩ )

top 10 news
top 10 news

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ১. আগামী সপ্তাহেই উচ্চ প্রাথমিকের নিয়োগ নিয়ে হলফনামা পেশ এসএসসি-র!


উচ্চ প্রাথমিকের মেধা তালিকা হাইকোর্টে এ সপ্তাহেই জমা দিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। স্কুল সার্ভিস কমিশন সূত্রে এমনটাই খবর। সূত্রের খবর আগামী সপ্তাহে মঙ্গলবারই হলফনামা আকারে হাইকোর্টে বিস্তারিত তথ্য জানাতে চলেছে এসএসসি। সেই হলফনামায় একদিকে যেমন উচ্চ প্রাথমিকে টেটের ওএমআর শিট যাচাই পর্বতে কী কী অসংগতি ধরা পড়েছে তা হলফনামা আকারে জানাতে চলেছে এসএসসি, তারই সঙ্গে জানানো হবে এর জেরে মেধা তালিকায় কী পরিবর্তন হতে চলেছে। কমিশনের আধিকারিকরা মনে করছেন এর ফলে আরও কিছু চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নেওয়ার প্রয়োজন হতে পারে। 


২. স্ত্রীর দাবি ১৫ হাজার,গড়িয়ায় মাথা ফাটল স্বামীর


আজ ভালবাসার দিন। আর ঠিক তার আগে দাবি মতো টাকা না পেয়ে স্ত্রীর মারে রক্তাক্ত হলেন স্বামী৷ এমনই মারাত্মক অভিযোগ উঠল দক্ষিণ চব্বিশ পরগণার নরেন্দ্রপুরে৷ স্ত্রী এবং শ্বশুরমশাইয়ের বিরুদ্ধে নরেন্দ্রপুর থানায় অভিযোগ করেছেন আক্রান্ত ব্যক্তি৷ ওই দম্পতি বছর আটেক আগে প্রেম করেই বিয়ে করেছিলেন৷ তাঁদের একটি ৭ বছরের পুত্রসন্তানও রয়েছে৷ আক্রান্ত যুবকের অভিযোগ, কয়েকদিন ধরেই তাঁর কাছে ১৫ হাজার টাকা দাবি করছিলেন স্ত্রী৷ কিন্তু সেই টাকা দিতে রাজি হননি তিনি৷ সোমবার রাতে ফের একবার টাকা নিয়ে অশান্তি শুরু হয়৷ অভিযোগ তখনই স্বামীর মাথায় কাচের গ্লাস দিয়ে আঘাত করেন স্ত্রী৷ 


৩.ফেব্রুয়ারিতেই ৩০ ডিগ্রি পৌঁছবে পারদ


সকালে গরম লাগলেও মাঝ ফেব্রুয়ারিতে রয়েছে হালকা শীতের আমেজ। উত্তুরে হাওয়ার জোর বাড়তেই দু’দিনে ৬ ডিগ্রিরও বেশি কমল তাপমাত্রা। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৮ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি সেলসিয়াসে। জেলায় তাপমাত্রা আরও কম। তবে এই ঠান্ডা আমেজ মূলত রাত ও ভোরের দিকেই অনুভূত হবে। বেলা বাড়তে কড়া রোদে চড়বে তাপমাত্রাও।জানাল আবহাওয়া অফিস। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা আগামী ২৪ ঘন্টায় পরিবর্তন হবে না। একই থাকবে। কলকাতাতেও আগামী ২৪ ঘন্টায় ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা থাকবে। 


৪.মালিক ঢুকতেই এলোপাথাড়ি কোপ


হাতে কাঁচি নিয়ে শপিংমলে ঢুকে হামলা। বাধা দেওয়ায় মালিককে এলোপাথাড়ি কোপানোর অভিযোগ। এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের রামনগর থানার রানিসাই এলাকা জুড়ে। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, মঙ্গলবার সকালে হঠাৎই শপিংমলে ঢুকে পড়ে হলুদ টিশার্ট পরিহিত ওই ব্যক্তি। ম্যানেজারের কাছে গিয়ে খোঁজ নেয় মালিক কোথায়? ঠিক সেসময়ই মালিক মলে ঢুকছিলেন। তিনি প্রবেশ করতেই অতর্কিতে তাঁর উপর হামলা চালায় ওই যুবক। আকস্মিক ওই ঘটনায় হতভম্ব হয়ে যান দোকানের ম্যানেজার, কর্মীরা। তাঁরা দোকান থেকে বেরিয়ে যান। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন মালিক। 


৫. ৭ কোটি টাকার চিকিৎসা সামগ্রী পাঠাল ভারত


ভূমিকম্পে বিধ্বস্ত সিরিয়া-তুরস্কের পাশে সবরকমভাবে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ভারত। পাঠানো হচ্ছে ত্রাণ সামগ্রী, জীবনদায়ী ওষুধ। ইতিমধ্যেই ওষুধ ও চিকিৎসা সামগ্রী মিলিয়ে সাত কোটি টাকারও বেশি সাহায্য পাঠানো হয়েছে ভূমিকম্প বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ায়। মঙ্গলবার একথা জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্যও একটি টুইট করে জানিয়েছেন, ‘ভারত নিজের ‘বসুধৈব কুটুম্বকম’ পরম্পরা অনুযায়ী দুই দেশকে সবরকমভাবে সাহায্য চালিয়ে যাচ্ছে।’ প্রসঙ্গত, যখনই কোনও দেশ বিপদে পড়েছে, তখনই পাশে দাঁড়িয়েছে ভারত। তা করোনার বিরুদ্ধে লড়াইয়েই হোক, বা যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানে মানবিক সাহায্য পাঠানো হোক… ভারত সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।


৬. হুঙ্কার শাহের


লক্ষ্য ২০২৪-এর লোকসভা নির্বাচন। হাতে আর একবছর মাত্র সময়। তাই লোকসভার ভোটকে পাখির চোখ করে প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিয়েছে বিজেপি শিবির। আর এবারের লোকসভা ভোটে বিজেপির জন্য ফাঁকা ময়দান দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে বললেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ময়দানে বিজেপির প্রতিদ্বন্দ্বী কেউ নেই। বরং লোকসভা নির্বাচনে বিজেপির বিপরীতে প্রধান বিরোধী দল হিসেবে কারা বসবে, তা ঠিক করবে দেশের আম জনতা। এমনই আত্মবিশ্বাসী সুর শাহর গলায়। এই বছরে যে রাজ্যগুলিতে ভোট রয়েছে, সেখানেই বিজেপি দারুণ ফল করবে বলে বিশ্বাস তাঁর।


৭. আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি পাকিস্তানে


চরম আর্থিক সঙ্কটে ডুবেছে প্রতিবেশী দেশ পাকিস্তান। গত কয়েকমাস ধরেই সেখানে আটা, চা, চিনি, দুধ সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের হাহাকারের ছবি ধরা পড়েছে একাধিক সংবাদ মাধ্যমে। ভর্তুকিযুক্ত আটা পাওয়ার জন্য় সেখানে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে নাগরিকদের। এরকম বিভিন্ন টুকরো টুকরো ঘটনা ঘটে চলেছে পাকিস্তানের আর্থিক দুর্দশাকে কেন্দ্র করে। সেখানে এখন নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার মূল্য আকাশ ছোঁয়া। এই পরিস্থিতিতে ঋণের জন্য আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের দিকে তাকিয়ে রয়েছে পাকিস্তান। তবে সেই আশাও ক্ষীণ। এখন শুধু এই পরিস্থিতি থেকে বাঁচার রাস্তা খুঁজছে প্রতিবেশী দেশ।

৮. গোপনে বিয়ে সারলেন পৃথ্বী!


আজ প্রেম জাহির করার দিন। পছন্দের মানুষকে সাহস করে মনের কথা বলার ফেলার দিন। সেই উপলক্ষে ইনস্টা স্টোরিতে এক সুন্দরী মহিলার সঙ্গে প্রায় চুম্বনরত অবস্থায় ছবি দিয়েছিলেন পৃথ্বী শ। ক্যাপশনে লেখেন, ‘হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে ওয়াইফি’। পোস্টের সঙ্গে ট্যাগ করা অভিনেত্রী নিধি তাপাড়িয়াকে। পৃথ্বী ও নিধির সম্পর্কের গুঞ্জন চলছে বেশ কিছুদিন ধরে। নিজের ইনস্টাগ্রামে বিভিন্ন ছবিতে পৃথ্বীকে ট্যাগ করেন নিধি। বোঝাই যায়, ছবিগুলি ক্রিকেটার বয়ফ্রেন্ড তুলে দিয়েছে। এ বার পৃথ্বীও সম্পর্কে শিলমোহর দিলেন। তবে নিধিকে স্ত্রী সম্বোধনে অবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা। তাহলে কি গোপনে বিয়ে করে নিলেন মুম্বইয়ের ওপেনার


৯. কথা কাটাকাটি মারামারিতে জড়ালেন এই তারকা


খেলার মাঠে প্রায়ই খেলোয়াড়দের মারামারি ঘটনা নতুন নয়। অনেক তারকাই এমন বিতর্কে জড়িয়েছেন। শাস্তিও পেয়েছেন। সেই তালিকা নেহাত কম নয়। ঠিক এ রকমই আর এক কাণ্ড ঘটিয়ে বসলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার । গত শনিবার মোনাকোর বিরুদ্ধে লিগ-ওয়ানের ম্যাচ ছিল মেসিহীন পিএসজির । মোনাকোর কাছে ১-৩ হেরেছে পিএসজি। এই ফলাফলেই চটে যান নেইমার। সতীর্থ ভিতিনহা ও হুগো একিটিকের দিকে অভিযোগের তির ছুড়ে দেন। এই দু’জন সে ভাবে খেলতে পারেননি। তাই কি যত রাগ এই দুই সতীর্থের উপর পড়েছে নেইমারের? ম্যাচের পর বেজায় ক্ষুব্ধ নেইমার মারকুইনহোস, ক্যাম্পসের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন।


১০. বিনোদিনীর চরিত্রে অভিনয় করেছেন শ্রীলেখাও


সোমবার নটী বিনোদিনীর পোস্টার বেরিয়েছে। সেখানে প্রকাশ্যে এসেছে অভিনেত্রী রুক্মিণী মৈত্রর লুক। কিংবদন্তি নাট্যব্যক্তিত্বর জীবনীধর্মী ছবিতে রুক্মিণীকেই দেখা যাবে বিনোদিনীর চরিত্রে। সেই লুক দেখার পর সোমবারই তাঁর প্রতিক্রিয়া জানিয়েছিলেন টলিউডের আরও এক অভিনেত্রী শ্রীলেখা মিত্র। খানিকটা কটাক্ষের সুরেই তিনি লিখেছিলেন, “রোগা ছিলেন কি বিনোদিনী? ক্যাজ়ুয়াল প্রশ্ন আমার জিকে বাড়াতে… এমনিতেই শত্তুরের অভাব নেই। পার্সোন্যালি নেবেন না প্লিজ়।” তারপর মঙ্গলবার সুমন ঘোষের তৈরি ‘কাদম্বিনী’ ছবিতে তাঁর পারফরম্যান্সের কিছু ছবি শ্রীলেখা পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। ‘কাদম্বিনী’তে এবং ফেসবুকে লিখেছেন, “কোনও এক সময়ে বিনোদিনীর চরিত্রে সুমন ঘোষের ছবিতে, আমি তোমাদের জিকে দিদি।”

You might also like!