Duranta barta Audible Pod casts

1 year ago

Top 10 news today : আজকের সেরা ১0 (শনিবার,মার্চ ২৫,২০২৩ )

r
r

 

শহিদ মিনারে অভিষেকের সভার অনুমতি দিল সেনা

অভিষেকের সভার অনুমতি মিলল। শহিদ মিনার ময়দানেই হবে অভিষেকের সভা৷ এদিন সভাস্থল পরিদর্শনে আসেন ডিসি সাউথ৷ ছিলেন তৃণমূল কংগ্রেসের ছাত্র-যুব নেতারা৷ সমাবেশে যাঁরা যোগ দেবেন তারা কোথায় বসবেন। মঞ্চ কোথায় হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রসঙ্গত ডিএ আন্দোলনকারীরা এতদিন অবস্থান করছিলেন শহিদ মিনার ময়দানে। এদিন তারা অবস্থান সেখান থেকে প্রত্যাহার করেন৷ ফলে এক জায়গায় দু’টি সভা বা মঞ্চ থাকছে না। অভিষেকের সভা নিয়ে প্রশ্ন তুলেছিল সেনা। ২৯ তারিখের শহিদ মিনারের সভা নিয়ে প্রশ্ন তুলেছিল সেনা । ডিএ অবস্থানকারীরা যেহেতু অবস্থান করছেন। তাই তৃণমূলের সভা কী ভাবে হবে? কী পরিকল্পনা?


 রাজ্যের মোট ২৩ হাজার শিক্ষককে শো-কজ!

নজিরবিহীন। রাজ্যে একসঙ্গে প্রায় ২৩ হাজার শিক্ষক শিক্ষিকাকে শোকজ করল মধ্যশিক্ষা পর্ষদ। ১০ মার্চ ধর্মঘটে অনুপস্থিতির কারণে মোট ২২ হাজার ৮৫৬ জন শিক্ষক শিক্ষিকাকে শোকজ করল মধ্যশিক্ষা পর্ষদ। সাম্প্রতিক সময়ে ধর্মঘটের কারণে অনুপস্থিতির জন্য এত সংখ্যক শিক্ষক - শিক্ষিকাকে শোকজ করার ঘটনা কার্যত নজির বলেই দাবি পর্ষদের আধিকারিকদের। সাত দিনের মধ্যে অনুপস্থিতির কারণ উল্লিখিত উত্তর চেয়ে পাঠানো হয়েছে প্রায় ২৩ হাজার শিক্ষক-শিক্ষিকার থেকে। এর মধ্যে নদীয়া জেলার শিক্ষক-শিক্ষিকাদের সবথেকে বেশি শোকজ করা হয়েছে। নদীয়া জেলার প্রায় সাড়ে ৩ হাজার শিক্ষক-শিক্ষিকাকে শোকজ করা হয়েছে।


মিলি-র এত গুরুত্ব জেনে ভাল লাগছে

সুজন চক্রবর্তীর স্ত্রী কীভাবে চাকরি পেয়েছেন? তা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। প্রথমে তৃণমূলের তরফে এই মিলি চক্রবর্তীর চাকরি নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখপাত্র কুণাল ঘোষ। তিনি জানিয়েছিলেন, মিলি দেবীর চাকরি সংক্রান্ত নথি শিক্ষামন্ত্রীকে পাঠানো হয়েছে। আর তাঁর কোর্টে বল যেতেই মুখ্যমন্ত্রীর কথা বললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আদৌ তদন্ত হবে কি না, সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ই ঠিক করে দেবেন। এই কথা শুনেই ‘বিগলিত’ সুজন চক্রবর্তী। বাম নেতার দাবি, তাঁর স্ত্রী এতটা গুরুত্বপূর্ণ, এটা জেনে তিনি খুশি। সুজন চক্রবর্তী বলেন, মিলি চক্রবর্তীর চাকরি নিয়ে উত্তর দেওয়া আমার কাজ নয়।


প্রায় ৮ হাজার OMR শিটে কারচুপি!

এসএসসি দুর্নীতিতে শুক্রবার গাজিয়াবাদ থেকে গ্রেফতার করা হয়েছিল নীলাদ্রি দাস নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সিবিআই। নিলাদ্রি যে সংস্থার আধিকারিক সেই সংস্থার হাতেই ছিল এসএসসি পরীক্ষার ওএমআর শিট তৈরির দায়িত্ব। গাজিয়াবাদ ও দিল্লির অক্ষরধামে সেই সংস্থার অফিসে তল্লাশি চালিয়ে ওএমআর বিকৃতির ব্যাপারে একাধিক তথ্য এসেছে সিবিআইয়ের হাতে। নাইসা নামে ওই সংস্থার অফিস থেকে ওমএমআর শিট সংগ্রহও করেছে সিবিআই। সিবিআইয়ের দাবি, এসএসসি গ্রুপ সি-র নিয়োগ পরীক্ষায় ৩ হাজার ৪৮১টি ওএমআর বিকৃত করা হয়েছে। এসএসসি গ্রুপ ডি-তে ২ হাজার ৮২৩টি, নবম ও দশমের ৯৫২টি, একাদশ ও দ্বাদশের ৯০৭টি ওএমআর বিকৃত হওয়ার দাবি সিবিআইয়ের।


বেপরোয়া রাহুল

লোকসভার তরফে বিজ্ঞপ্তি জারি করে শুক্রবারই সাংসদ পদ খারিজ করা হয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। এর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই শনিবার দুপুরে সাংবাদিক বৈঠক করলেন বহিষ্কৃত কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সাংবাদিক বৈঠকের শুরুতেই এদিন তিনি সংসদে নিজের সদস্য পদ খারিজ হওয়া এবং সুরাট আদালতে তাঁর ২০১৯ সালের মন্তব্যের জন্য দোষী সাব্যস্ত হওয়ার পিছনে ভিন্ন কারণ ব্যাখ্যা করলেন। রাহুল এদিনের সাংবাদিক বৈঠক থেকে বলেন, “আমি প্রশ্ন করা বন্ধ করব না, মোদী-আদানির সম্পর্ক নিয়ে প্রশ্ন করবই। ২০ হাজার কোটি টাকা কার? আমি জিজ্ঞাসা করতেই থাকব। আমি ওঁদের ভয় পাই না।”


সাড়ে ৪ লক্ষ টাকায় সন্তানকে বিক্রি করল মা

সন্তান জন্মের আগেই ঠিক হয়ে গিয়েছিল দর। পুত্র সন্তান প্রসব করার কয়েক মিনিটের মধ্যেই তাঁকে সাড়ে ৪ লক্ষ টাকায় বিক্রি করে দেওয়া হল। গোটা ঘটনাটিই নজরে এসেছিল হাসপাতালের এক কর্মীর। তিনিই খবর দেন পুলিশে। শিশু বিক্রির অভিযোগ পেয়েই সঙ্গে সঙ্গে তৎপর হয় পুলিশ। ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার করা হয় ওই নবজাতককে। শিশু বিক্রির অভিযোগে পুলিশ ওই নবজাতক শিশুর মা সহ মোট ১১ জনকে গ্রেফতার করল। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের ছত্র জেলায়। পুলিশের তরফে জানানো হয়েছে, গত বৃহস্পতিবার সাড়ে চার লক্ষ টাকার বিনিময়ে এক নবজাতক শিশুকে বিক্রি করে দেওয়ার অভিযোগে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। 


কিছু না করাই ‘কাজ’!

আর্থিক মন্দার বাজারে টিকে থাকতে বড় বড় সংস্থাগুলি কাঁচি চালাচ্ছে কর্মীদের চাকরিতে, এক ধাক্কায় কাজ হারাচ্ছেন হাজার হাজার কর্মী। ফেসবুকের কর্ণধার সংস্থা মেটাও এই তালিকায় রয়েছে। কয়েক দফায় প্রায় ১০ হাজারেরও বেশি মেটার কর্মীরা চাকরি হারিয়েছেন। এই কর্মী ছাঁটাইয়ের আবহেই এবার বিস্ফোরক দাবি করলেন মেটার এক প্রাক্তন কর্মী। যেখানে আর্থিক সঙ্কটের দোহাই দিয়ে কর্মী ছাঁটাই করা হচ্ছে, সেখানেই মেটার এক প্রাক্তন কর্মী দাবি করলেন, কোনও কাজ না করার জন্যই তিনি বেতন পেয়েছেন। সেই বেতনের অঙ্কটাও বিশাল। এক বছর কাজ করে তিনি উপার্জন করেছেন ১ লক্ষ ৯০ হাজার ডলার। 


এমির বিতর্কিত সেলিব্রেশনের নকল

কুঁচকির কাছে ‘গোল্ডেন গ্লাভস’ ট্রফি উঁচিয়ে ধরে দৃষ্টিকটূ সেলিব্রেশন করেছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। বিশ্বকাপ ফাইনালের মঞ্চে আর্জেন্টিনার গোলকিপারের অদ্ভুত সেলিব্রেশনের ব্যাখ্যা খুঁজে পাননি কেউ। অমন ভঙ্গির জন্য প্রবল সমালোচিত হতে হয় এমিকে। এমির বিতর্কিত সেলিব্রেশনের নকল করলেন আর্জেন্টিনার ফুটবলারদের স্ত্রী, বান্ধবীরাও। ছবিতে মান্দিনহা ছাড়াও রয়েছেন গুইডো রড্রিগেজ, জেরোনিমো রুলি, নিকোলাস ট্যাগলিয়াফিকের স্ত্রীরা। ছবিটি ইনস্টাগ্রামে স্টোরিতে পোস্ট করেন এমির স্ত্রী মান্দিনহা। যদিও ছবিতে মেসির স্ত্রী আন্তোনেলাকে দেখা যায়নি। তাহলে কী আর্জেন্টিনার হোমকামিং সেলিব্রেশন আরও এক বিতর্কের জন্ম দিল?


মুখ চুন পাকিস্তানের

কয়েকদিন আগেই শেষ হয়েছে পাকিস্তান সুপার লিগ। রানের বন্যা বয়েছিল পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগে। ২০০ রান আকছার তুলে ফেলছিল দলগুলি। লিগের ফাইনাল ম্যাচে ওঠে ৪০০-র মতো রান। ফ্র্যাঞ্চাইজি লিগে যাঁদের ব্যাটে রানের বর্ষা হচ্ছিল জাতীয় দলের জার্সি চাপাতেই ভোঁতা হয়ে গেল অস্ত্র। পিএসএল শেষ হওয়ার পরই আফগানিস্তানের (বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরশাহি গিয়েছে পাকিস্তান। প্রথম ম্যাচেই লজ্জার হার। প্রথম টি-২০তে পাকিস্তানের রান ১০০-র ঘর পর্যন্ত পৌঁছতেই দিলেন না মহম্মদ নবি, মুজিব উর রহমানরা। ব্যাটে-বলে পিএসএলে ঝড় তোলা ক্রিকেটারদের বাস্তবের মাটিতে নামিয়ে আনল আফগানিস্তান। এই প্রথম আফগানদের বিরুদ্ধে টি-২০ ফরম্যাটে হার বাবর আজমদের।


ভয়ানক ট্রোলের শিকার হিনা খান

এই মুহূর্তে মুসলিমদের পবিত্র ধর্মীয় স্থান মদিনায় হিনা খান। কিছু দিন আগেই জীবনের প্রথম উমরাহের জন্য তিনি মুম্বই থেকে উড়ে গিয়েছিলেন সৌদি আরবে। সেখান থেকেই একের পর এক ছবি পোস্ট করছিলেন তিনি। আর তার জেরেই মারাত্মক ট্রোলের মুখে পড়তে হয় তাঁকে। যে ছবি তিনি পোস্ট করেছেন, তাতে দেখা যাচ্ছে, মাটিতে বসে একের পর এক পোজ দিয়ে ছবি তুলছেন তিনি। আর তাতেই অসন্তোষ প্রকাশ করেছেন নেটিজেনদের একটা বড় অংশ। নিজেকে নায়িকা মনে করে ‘পরীর মতো পোজ’ দেওয়ায় উড়ে এসেছে কটাক্ষ। একজন লিখেছেন, “এই জন্য উমরাহ গিয়েছেন, লজ্জা হওয়া উচিৎ”

You might also like!