Duranta barta Audible Pod casts

1 year ago

Top 10 news today : আজকের সেরা ১0 ( শনিবার , এপ্রিল ৮ ,২০২৩ )

topb 585
topb 585

 

পঞ্চায়েতের আগে অশনি সঙ্কেত

বুথ সশক্তিকরণ কর্মসূচিতে ফের ডাহা ফেল করল রাজ্য বিজেপি। লোকসভা ভোটকে সামনে রেখে গত ১২ থেকে ২৫ মার্চ রাজ্য জুড়ে বুথ সশক্তিকরণ কর্মসূচি নিয়েছিল বিজেপি। কিন্তু, এ যাত্রাতেও পাশ করতে পারলো না রাজ্য নেতৃত্ব।  পঞ্চায়েত নির্বাচনের আগে বুথ কমিটি চূড়ান্ত করতে উদ্যোগী হয়েছিল বিজেপি। গত বছর দূর্গা পূজোর আগেই সেই কাজ শুরু হয়। বুথ কমিটি চূড়ান্ত করার জন্য সময় বেঁধে দিয়েছিলেন নাড্ডা। কিন্তু, পূজো ও উৎসবের মাসের অজুহাত দেখিয়ে সেবার পিঠ বাঁচিয়ে ছিল রাজ্য। সেই ধাপে সাফল্য না মেলায়, বছরের শুরুতে গত জানুয়ারি মাসে দলের জেলা, মণ্ডল সভাপতিদের চিঠি পাঠিয়ে সংগঠনের পরিস্থিতি জানতে চায় রাজ্য। 



২০২৬-এর মধ্যে ৬ লেনের হবে কোনা এক্সপ্রেসওয়ে

কোনা এক্সপ্রেসওয়ে ব্যস্ততম একটি জাতীয় সড়ক। ইতিমধ্যেই এই জাতীয় সড়কে ৪ লেন রয়েছে,কিন্তু জাতীয় সড়কে গাড়ির সংখ্যা বাড়ায় দীর্ঘ কয়েক বছর ধরে যানজটের পরিস্থিতি হয়ে ওঠে। এই কোনা এক্সপ্রেসওয়ে থেকে দিল্লি রোড এবং বোম্বে রোড-এর সংযোগ রয়েছে। পাশাপাশি রয়েছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। এবার কোনা এক্সপ্রেসওয়েতে তৈরি হবে ৬ লেন। সূত্রের খবর ৭.২ কিলোমিটার জাতীয় সড়কে ৬ লেন বানানোর কাজ খুব শীঘ্রই শুরু হবে। এন এইচ ১১৭ অর্থাৎ কোনা এক্সপ্রেস ওয়েতে এই কাজের জন্য সময়সীমা নির্হধারণ হয়েছে আড়াই বছর অর্থাৎ ২০২৬-এর প্রথম দিকের মধ্যেই এই ৬ লেন বানানোর কাজ শেষ হবে বলেই সূত্রের খবর।


আলিপুরদুয়ারের সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

আলিপুরদুয়ারের ১ নম্বর ব্লকের বাবুরহাট মাঠের সভায় তখন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সামনে দর্শকাসনে মানুষের ভিড় উপচে পড়েছে। প্রিয় নেতাকে কাছ থেকে দেখার উন্মাদনায় টগবগ করছেন তৃণমূলের লাখো-লাখো কর্মী সমর্থকেরা! মঞ্চ থেকে জনতার উদ্দেশ্যে অভিষেক বললেন, '' ৯ মাস আগে ধুপগুড়িতে একটা সভা করে গিয়েছিলাম। সেখানে রাজনৈতিক কথা বলব না বলেছিলাম। আজ আমি রাজনৈতিক বক্তব্য রাখব। তবে আগেও আমি ভোট চাইনি, আজও আমি ভোট চাইব না। বিজেপি দল ও সরকার যে ভাবে মানুষকে ভাতে মারার কৌশল নিয়েছে, তার বিরুদ্ধে আমি আজ মুখ খুলবই।''


৭ বছর পর ফের চাঁদি ফাটানো এপ্রিল

মার্চটা অপেক্ষাকৃত আরামেই কাটিয়েছেন বাংলার মানুষ। আবহওয়াবিদরা অন্তত তেমনটাই বলছেন। নিয়মিত বৃষ্টি সাধারণ মানুষকে স্বস্তি দিয়েছিল অনেকটাই। তবে বসন্তের শেষটা মোটেই সুখের নয়। এপ্রিলের শুরুতেই সেই আভাস পেতে শুরু করেছেন বঙ্গবাসী। দুপুরে রাস্তায় বেরলেই গলদঘর্ম অবস্থা হচ্ছে। আজ, শনিবার অর্থাৎ ৮ এপ্রিল থেকে পারদ চড়তে শুরু করবে বলে পূর্বাভাস দেয় আলিপুর আবহাওয়া দফতর। প্রবল দাবদাহের পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী ৩ দিনে একধাক্কায় ২ থেকে ৪ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা। গত কয়েকদিন ধরেই প্রবল অস্বস্তি অনুভূত হচ্ছে। শনিবারই সেটা ৩৮- এ পৌঁছে যায় বলে হাওয়া অফিস সূত্রে খবর।


সংক্রমণের হার সাড়ে ৫ শতাংশ ছাড়াল

পর পর ২ দিন দেশের দৈনিক কোভিড সংক্রমণ ৬ হাজার ছাড়িয়ে গেল। সাড়ে ৬ মাসেরও বেশি সময় পর শুক্রবার দৈনিক আক্রান্তের সংখ্যা প্রথম বার ৬ হাজার ছাড়ায়। শনিবার তা আরও বেড়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ১৫৫ জন। গত ২৪ ঘণ্টায় দৈনিক পজিটিভিটি রেট অনেকটাই বেড়েছে। গত কয়েক দিন তা সাড়ে ৩ শতাংশের আশপাশে থাকলেও শনিবার তা হয়েছে ৫.৬৩ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, সাপ্তাহিক পজিটিভিটি রেট রয়েছে ৩.৪৭ শতাংশে। 


ক্লাস টু পর্যন্ত উঠে যাবে লিখিত পরীক্ষা!

রাজ্যের শিক্ষা ব্যবস্থার বেহাল দশা নিয়ে আজকাল অনেকেই অভিযোগ করেন। সরকারি স্কুলে পড়াশোনা হয় না। ছেলেমেয়েদের পড়ানোর ভরসাকেন্দ্র হয়ে উঠেছে বেসরকারি স্কুল। আর সেখানে মোটা টাকা খরচ করলে তবেই মেলে শিক্ষা। তবে এবার কেন্দ্রের পাঠক্রম কমিটি যা সুপারিশ করল, তাতে অভিযোগের বহর আরও বাড়তে পারে! দ্বিতীয় শ্রেণি পর্যন্ত লিখিত পরীক্ষা দিতে হবে না পড়ুয়াদের। এমনই ভাবনা-চিন্তা করছে মোদি সরকার। প্রাথমিক স্তরের পড়াশোনায় বদল আনতে চাইছে কেন্দ্র। ২০২০ সালে জাতীয় শিক্ষানীতি অনুসরণ করে এবার দ্বিতীয় শ্রেণী পর্যন্ত সমস্ত লিখিত পরীক্ষা তুলে দেওয়া হতে পারে।


অন্ধকারে জাপানের ভবিষ্যৎ

১৯৯৮ সালে জাপানি মনস্তত্ত্ববিদ তামাকি সাইতো তাঁর বিখ্যাত উপন্যাস ‘সোশ্যাল উইথড্রয়াল—অ্যাডোলেসেন্স উইদাউট এন্ড’ বইয়ে যে শব্দবন্ধের কথা প্রথম উল্লেখ করেছিলেন, ২৫ বছর পর রোগ হয়ে বাস্তবে ফিরে এল তা-ই। শব্দবন্ধটি ছিল ‘হিকিকোমোরি‘, যার অর্থ সোশ্যাল উইথড্রয়াল। অর্থাৎ সমাজের প্রতি বীতশ্রদ্ধ হয়ে ধীরে-ধীরে সকলের থেকে মুখ ফিরিয়ে নিয়ে একপ্রকার ‘আইসোলেশন’-এ থাকা। যে জাপানের ওকিনাওয়া দ্বীপের বাসিন্দাদের লাইফস্টাইলকে কেন্দ্র করে লেখা হয়েছে বিখ্যাত বই ‘ইকিগাই’, সেই জাপানেরই ১৫ লক্ষ মানুষ এই মুহূর্তে এক বিরল রোগে আক্রান্ত। আর সেই রোগই হল ‘হিকিকোমোরি’, অর্থাৎ সোশ্যাল উইথড্রয়াল।


স্বপ্ন দেখাচ্ছে ভারতের মেয়েরা

স্বপ্ন দেখাতে শুরু করেছে ভারতের মেয়েরা। আর সেই যদি সফল হয়, তা হলে প্যারিস অলিম্পিকে দেখা যেতে পারে সন্ধ্যা রঙ্গানাথন, অঞ্জু তামাং, রেণুদের। মেয়েদের অলিম্পিক যোগ্যতা পর্বের ম্যাচে কিরঘিজ রিপাবলিককে ৪-০ হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠল ভারতের ফুটবল টিম। এই সপ্তাহের শুরুতেই কিরঘিজ রিপাবলিককে ৫-০ হারিয়েছিলেন ভারতের মেয়েরা। দ্বিতীয় ম্যাচেও প্রতিপক্ষকে উড়িয়ে দিল ভারত। প্রথমার্ধেই লাল কার্ড দেখে বেরিয়ে গিয়েছিলেন কার্তিকা অঙ্গমুথু। তাতেও ভারতের আগ্রাসন কমেনি। কোচ থমাস ডেনার্বি স্ট্র্যাটেজি বদলে ফেলেছিলেন। ডিফেন্স জমাট রেখে বিপক্ষ টিমের বক্সের আরও চাপ বাড়াতে শুরু করেন সন্ধ্যা, অঞ্জুরা।

‘প্লিজ নেতৃত্ব ছাড়বেন না’

চিরতরে ব্যাট তুলে রাখবেন নেবেন মহেন্দ্র সিং ধোনি? সিএসকে-র হয়ে ২০২৩ সালের আইপিএল তাঁর শেষ মরসুম? প্রশ্নের উত্তর খুঁজছেন আপামর মাহি অনুরাগীরা। ভারতীয় ক্রিকেটের আইকন অবসর নিক, কেউ চান না। ধোনিকে কাছে পেয়ে আর পাঁচটা ফ্যানের মতোই তাই অনুরোধ করে বসলেন বিমানের পাইলট। ‘প্লিজ সিএসকে-র হয়ে নেতৃত্ব চালিয়ে যান।’ বিনা দ্বিধায় মাইকে অনুরোধ ভেসে এল পাইলটের পক্ষ থেকে। বিমানের আসনে তখন মাথা নীচু করে বসে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। পাইলট-ভক্তের কাতর অনুরোধ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

কাছের মানুষকে হারিয়ে ভেঙে পড়লেন দেবলীনা

বাঙালি অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্যের জীবনে খারাপ খবর। যার সান্নিধ্যে কেটেছে ছেলেবেলা, যে হাতে করে খাইয়ে দিয়েছে তাঁকে, সেই মানুষটিই আজ আর নেই। দেবলীনার ঠাকুমা প্রয়াত হয়েছেন। ঠাকুমার সঙ্গে এক মিষ্টি ছবি শেয়ার করে সে কথাই জানিয়েছেন টেলিভিশনের ‘গোপী বহু’। দেবলীনা লিখেছেন, “আমার প্রিয় ঠাকুমা, আমি সারাজীবন তোমাকেই ভালবেসেছিম সেটা তুমি নিজেও জানো। সব কিছু মিস করব। তোমার হাতের বানানো ওই লাড্ডু, তোমার হাতের আচারের স্বাদ এখনও আমার মুখে লেগে আছে। ৯৪ বছর পর্যন্ত তুমি এই পৃথিবীতে ছিলেন। আমাদেরকে ভালবেসেছ, আমাদের খেয়াল রেখেছ। তোমার আশীর্বাদেই আজ আমি এখানে। তোমার ভীষণ মিস করব।

You might also like!