Country

1 year ago

Uttarakhand:ভাল্লুকের আক্রমণে গুরুতর আহত মহিলা, হেলিকপ্টারে পাঠানো হয়েছে এইমসে

Woman seriously injured in bear attack, airlifted to AIIMS
Woman seriously injured in bear attack, airlifted to AIIMS

 

উত্তরকাশী, ২১ সেপ্টেম্বর  : উত্তরাখন্ডের গঙ্গোত্রী ধামের আগে ধরলিতে ভালুকের আক্রমণে গুরুতর আহত এক মহিলা। এ ঘটনার খবর পেয়ে জেলা ম্যাজিস্ট্রেট অভিষেক রুহেলা সরকারি পর্যায়ে আলোচনা করে একটি হেলিকপ্টার দাবি করেন।

এরপর বৃহস্পতিবার সকালে হেলিকপ্টারে করে আহত মহিলাকে ঋষিকেশে এইমসে পাঠানো হয়। আহত ৪০ বছর বয়সী মহিলা সরোজিনী দেবী ধারালি গ্রামের বাসিন্দা। তিনি তার বাগানে শিম তুলতে গিয়েছিলেন। সেই সময় ভাল্লুকের আক্রমণে গুরুতর আহত হন তিনি।


You might also like!