নয়াদিল্লি, ২৭ নভেম্বর : ইভিএম নিয়ে ফের প্রশ্ন তুললেন উদ্ধব ঠাকরে শিবিরের নেতা সঞ্জয় রাউত। বুধবার সঞ্জয় রাউত দাবি করেছেন, ইভিএম না থাকলে সমগ্র দেশে বিজেপি ২৫টি আসনও পাবে না। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে পরাজয় মেনে নিতেই পারছেন না সঞ্জয় রাউত। বুধবার ফের একবার ইভিএম নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
দিল্লিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সঞ্জয় রাউত বলেছেন, "আমরা গত ১০ বছর ধরে এই প্রশ্নটি উত্থাপন করছি। কংগ্রেস যখন ক্ষমতায় ছিল, তখন বিজেপি ইভিএম নিয়ে প্রশ্ন তুলেছিল। ইভিএম এই দেশে একটি জালিয়াতি এবং ইভিএম না থাকলে, বিজেপি সমগ্র দেশে ২৫টি আসনও পাবে না। মহারাষ্ট্র ও হরিয়ানার ফলাফল যেভাবে এসেছে আমরা তা মানি না। ব্যালট পেপারে নির্বাচন পরিচালনা করুন এবং ফলাফল যাই হোক না কেন, আমরা মেনে নেব।"