Country

6 hours ago

TMC in Kashmir: পুঞ্চে তৃণমূলের প্রতিনিধি দল, দেখা করলেন আহতদের সঙ্গে

India Pak conflict TMC Delegation visits Rajouri
India Pak conflict TMC Delegation visits Rajouri

 

পুঞ্চ, ২৩ মে : পাকিস্তানের গোলাবর্ষণে ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে জম্মু ও কাশ্মীরের সীমান্তবর্তী একাধিক এলাকা। তৃণমূল কংগ্রেসের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে পৌঁছন। শুক্রবার তাঁরা গোলাবর্ষণে ক্ষতিগ্রস্ত পুঞ্চে যান। রাজৌরি জেলা হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে আহত ব্যক্তিদের সঙ্গে দেখা করেন ও কথা বলেন তাঁরা। তাঁদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তৃণমূল প্রতিনিধিরা।


You might also like!