নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর: ইন্দো-প্যাসিফিক অঞ্চল শুধুমাত্র দেশের সমষ্টি নয়, পরস্পর নির্ভরতার শৃঙ্খল। বললেন সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে। মঙ্গলবার নতুন দিল্লিতে অনুষ্ঠিত ১৩-তম ইন্দো-প্যাসিফিক সেনা প্রধানদের সম্মেলনে ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে বলেছেন, "মার্কিন সেনাবাহিনীর সঙ্গে এই ইভেন্টের সহ-আয়োজক হওয়া ভারতীয় সেনাবাহিনীর জন্য অত্যন্ত গর্বের বিষয়৷ এই সংস্করণটি ৩০টি দেশের বৃহত্তম অংশগ্রহণের সাক্ষী হয়েছে, যা ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সহযোগিতা বৃদ্ধির জন্য আমাদের সম্মিলিত প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে৷"
সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে বলেছেন, "ইন্দো-প্যাসিফিকের জন্য ভারতের দৃষ্টিভঙ্গি বিরোধের শান্তিপূর্ণ সমাধান, শক্তি প্রয়োগ এড়ানো, আন্তর্জাতিক আইন মেনে চলার উপর জোর দেয়।" সেনাপ্রধানের কথায়, "ইন্দো-প্যাসিফিকের জন্য ভারতের দৃষ্টিভঙ্গি সার্বভৌমত্ব, সমস্ত দেশের আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মানের উপর জোর দেয়।"