West Bengal

2 days ago

Hooghly: তারকেশ্বরগামী লোকাল আটকে সিঙ্গুরে, মন্ত্রী বেচারামের নেতৃত্বে বিক্ষোভ প্রদর্শন

Demonstration led by minister Becharam at Singur, blocking Tarkeswar-bound local
Demonstration led by minister Becharam at Singur, blocking Tarkeswar-bound local

 

সিঙ্গুর, ১ জানুয়ারি : নতুন বছরের প্রথম দিন থেকেই বদলে গিয়েছে হাওড়া-সিঙ্গুর লোকাল ট্রেনের যাত্রাপথ। বুধবার থেকে এক জোড়া সিঙ্গুর লোকালের একটি হরিপাল পর্যন্ত যাবে, অন্যটি যাবে তারকেশ্বর পর্যন্ত। সোমবার দু’টি লোকাল ট্রেনের যাত্রাপথ সম্প্রসারণের নোটিস প্রকাশ্যে আসতেই শুরু হয় বিতর্ক।

সিঙ্গুর আন্দোলন লোকাল ট্রেনের যাত্রাপথ সম্প্রসারণ করা যাবে না, এই দাবিতে বুধবার সকাল থেকেই সিঙ্গুর স্টেশনে বিক্ষোভ দেখাতে শুরু করেন সিঙ্গুরবাসীরা। বুধবার সকাল পৌনে ৭টা নাগাদ সিঙ্গুর স্টেশনের ১ নং প্ল্যাটফর্মে ট্রেনটি ঢোকে। ট্রেন আসতেই মন্ত্রী তথা সিঙ্গুরের তৃণমূল বিধায়ক বেচারাম মান্নার নেতৃত্বে তৃণমূল কর্মী ও সিঙ্গুরবাসীরা ট্রেনের সামনে দাঁড়িয়ে পড়েন। উপস্থিত ছিলেন বেচারামের স্ত্রী তথা হরিপালের বিধায়ক করবী মান্নাও। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় রেলপুলিশ ও হুগলি জেলা গ্ৰামীণ পুলিশ।

You might also like!