Country

11 months ago

Tejashwi Yadav: ৯-বার শপথ নিয়ে ইতিহাস গড়ার জন্য নীতীশ কুমারকে ধন্যবাদ : তেজস্বী যাদব

Tejashwi Yadav
Tejashwi Yadav

 

পাটনা, ১২ ফেব্রুয়ারি : নীতীশ কুমারকে বিদ্রুপ করেন আরজেডি নেতা তেজস্বী যাদব। সোমবার বিহার বিধানসভায় আস্থাভোট নিয়ে আলোচনা চলাকালীন তেজস্বী যাদব বলেছেন, “বিহারের মানুষ জানতে চায়, আপনি কেন বার বার অবস্থান বদল করেন?” এর পাশাপাশি খানিক বিদ্রুপের সুরেই আরজেডি নেতা বলেন, “ন’বার শপথ (মুখ্যমন্ত্রী পদে) নিয়ে ইতিহাস গড়ার জন্য আমি নীতীশ কুমারকে ধন্যবাদ জানাতে চাই।”

ভারতরত্ন নিয়ে বিজেপিকে খোঁচা দিয়ে তেজস্বী বলেন, “আমি খুশি যে কর্পূরী ঠাকুর (ভারতরত্ন) পেয়েছেন।” তার পরই বিজেপিকে তোপ দেগে তিনি বলেন, “তারা ভারতরত্নকে একটি চুক্তি বানিয়ে ফেলেছে। চুক্তিটি হল যদি আমার সঙ্গে থাকো, তবে তোমায় ভারতরত্ন দেব।”


You might also like!