Country

2 weeks ago

Hemant Soren:হেমন্ত সোরেনের জামিন মামলায় ইডিকে নোটিস শীর্ষ আদালতের

Hemant Soren
Hemant Soren

 

নয়াদিল্লি, ২৯ এপ্রিল  : জমি কেলেঙ্কারির ঘটনায় ধৃত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের জামিন মামলায় ইডির কাছে জবাব তলব করল সুপ্রিম কোর্ট। হেমন্তের জামিনের মামলা নিয়ে ইডির বক্তব্য জানতে চেয়ে সোমবার নোটিস জারি করেছে সুপ্রিম কোর্ট। সোমবার বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চে এই মামলার শুনানি ছিল। ইডির গ্রেফতারিকে বেআইনি বলে জামিন চেয়ে ঝাড়খণ্ড হাইকোর্টে আবেদন করেন হেমন্ত। সেই মামলার শুনানি শেষ হলেও এখনও রায় দেয়নি ঝাড়খণ্ডের উচ্চ আদালত। তাই সুপ্রিম কোর্টেও জামিনের আবেদন জানিয়ে মামলা করেছেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

বিচারপতি সঞ্জীব খন্নার নেতৃত্বাধীন বেঞ্চের সামনে হেমন্তের গ্রেফতারির বিরোধিতা করে মামলাটি উপস্থাপিত করেন আইনজীবী। লোকসভা নির্বাচনের কথা উল্লেখ করে দ্রুত শুনানির আর্জিও জানানো হয় হেমন্তের তরফে। হেমন্তের আইনজীবী বেঞ্চকে জানান, ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ঝাড়খণ্ড হাইকোর্টে হেমন্তের মামলার শুনানি শেষ হয়েছে। তবে শুনানি শেষ হলেও সেই মামলার রায়দান স্থগিত রেখেছে হাইকোর্ট। তাই জামিনের আবেদন করা হয় দেশের শীর্ষ আদালতে। এই প্রেক্ষিতে হেমন্তের জামিনের মামলা নিয়ে ইডির বক্তব্য জানতে চেয়ে সোমবার নোটিস ইস্যু করলো সুপ্রিম কোর্ট।


You might also like!