Country

4 months ago

Wolf Attack in Bahraich: ষষ্ঠ নেকড়ে এখনও অধরা, বাহরাইচে মানুষখেকো জন্তুর হামলায় জখম এক বালিকা

Wolf Attack in Bahraich
Wolf Attack in Bahraich

 

বাহরাইচ, ১১ সেপ্টেম্বর : পঞ্চম নেকড়ে ইতিমধ্যেই ধরা পড়েছে, বাকি রয়েছে আর মাত্র একটি। বুধবার সকাল পর্যন্ত ষষ্ঠ নেকড়ে অধরা, তার আগে মঙ্গলবার রাতে বাহারাইচেই মানুষখেকো এই জন্তুর হামলায় জখম হয়েছেন এক বালিকা। বছর ১১-র ওই বালিকা এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বিগত বেশ কিছু দিন উত্তর প্রদেশের বাহরাইচ রেঞ্জের মাহসি তালুকার ২৫-৩০টি গ্রামে হামলা চালাচ্ছে নেকড়ে। 'অপারেশন ভেড়িয়া'-র অধীনে ইতিমধ্যেই পাঁচটি নেকড়ে খাঁচাবন্দি রয়েছে, তবে ষষ্ঠ নেকড়ে এখনও অধরা। সম্ভবত সেই নেকড়ের হামলায় মঙ্গলবার রাতে মাহসি তালুকায় জখম হয়েছে ওই বালিকা।


You might also like!