Country

4 months ago

RG kar hearing in SC : স্বাস্থ্য কর্মীদের ফের কাজে ফিরতে অনুরোধ সুপ্রিম কোর্টের, নিজের অতীতের গল্প শোনালেন প্রধান বিচারপতি

RG Kar Medical College and supreme court (symbolic picture)
RG Kar Medical College and supreme court (symbolic picture)

 

নয়াদিল্লি, ২২ আগস্ট : কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা দেশ, আন্দোলন-কর্মবিরতিতে রয়েছেন চিকিৎসকরা। এই পরিস্থিতিতে চিকিৎসক-সহ স্বাস্থ্য কর্মীদের কাজে ফেরার অনুরোধ জানালো সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার শুনানির সময় কর্মবিরতি ছেড়ে চিকিৎসকদের কাজে ফিরতে বললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। শোনালেন নিজের এক অতীত অভিজ্ঞতার কথা। সুপ্রিম কোর্ট বলেছে, চিকিৎসকরা কাজে না ফিরলে জনস্বাস্থ্য পরিকাঠামো কীভাবে চলবে? প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় নিজের একটি গল্প ভাগ করেছেন এবং বলেছেন, তিনি একবার একটি সরকারি হাসপাতালের মেঝেতে ঘুমিয়েছিলেন যখন তাঁর এক আত্মীয় অসুস্থ ছিলেন ও তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

গত সোমবারের শুনানিতে আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় সিবিআইয়ের কাছে তদন্তের অগ্রগতি সংক্রান্ত স্টেটাস রিপোর্ট চেয়েছিল শীর্ষ আদালত। ওই ঘটনায় তদন্ত কোন পর্যায়ে রয়েছে, কতটা এগিয়েছে তা জানতে চেয়েছিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার তদন্তের অগ্রগতি সংক্রান্ত স্টেটাস রিপোর্ট জমা দেয় সিবিআই। প্রধান বিচারপতি বলেন, “প্রথমে আমরা তদন্তের রিপোর্ট দেখব। তার পরে রাজ্যের গঠিত সিট নিয়ে আদালত বিবেচনা করবে।” আর জি করে ভাঙচুরের ঘটনায় শীর্ষ আদালতে রিপোর্ট জমা দেয় রাজ্যও।

আর জি কর-কাণ্ডে অভিযুক্তের মেডিক্যাল রিপোর্ট কোথায়, সিবিআইয়ের কাছে জানতে চাইলেন প্রধান বিচারপতি। জবাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানায়, রাজ্য তাদের হাতে এটা দেয়নি। রাজ্যের আইনজীবী কপিল সিব্বল জানান, কেস ডায়েরির মধ্যে সব রয়েছে। সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, “প্রথমে পরিবারকে বলা হয় আত্মহত্যা। পরে বলা হয় মৃত্যু। তখন সন্দেহ তৈরি হতে তার পর থেকে ভিডিওগ্রাফি করা হয়।” তার পরেই প্রধান বিচারপতি ময়নাতদন্তের রিপোর্ট দেখতে চান।

You might also like!