নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর: আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই ফের স্বস্তির বৃষ্টিতে ভিজল রাজধানী দিল্লি। বুধবার সকালে দিল্লি-এনসিআর-এর সর্বত্রই হালকা বৃষ্টি হয়েছে, বৃষ্টির সৌজন্যে মনোরম হয়ে উঠেছে রাজধানীর আবহাওয়া। এদিন সকালে দিল্লির ফিরোজ শাহ রোড, ইন্ডিয়া গেট, আর কে পুরম সেক্টর ৯, দ্বারকা প্রভৃতি এলাকায় হালকা বৃষ্টিপাত হয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিলই, সেই মতো বুধবার সকালে হালকা বৃষ্টি হয়েছে দিল্লির সর্বত্রই। আগামী ২৪ ঘণ্টায় দিল্লির বিভিন্ন প্রান্তেই বৃষ্টিপাত অব্যাহত থাকবে। বৃষ্টি হবে হরিয়ানা এবং চন্ডীগড়েও। বুধবার সকালের বৃষ্টিতে রাজধানীর কোথাও কোথাও যানজটেরও সৃষ্টি হয়। অত্যন্ত ধীর গতিতে চলাচল করে যানবাহন।