Country

1 year ago

RBI new guideline about UPI transactions : এবার প্রতিটি UPI লেনদেনেও দিতে হবে অতিরিক্ত মাশুল!

RBI new guideline about UPI transactions
RBI new guideline about UPI transactions

 

ক্যাশলেস লেনদেনের ক্ষেত্রে ক্রমশই জনপ্রিয় হয়ে উঠছে ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস তথা UPI। এখন দেশের বাইরে থেকেও ডিজিটাল লেনদেনের এক মঞ্চ হিসেবে ব্যবহার করা যাচ্ছে এই পদ্ধতি। কিন্তু আরবিআই এর‘ডিসকাশন পেপার অন চার্জেস ইন পেমেন্ট সিস্টেম’ শীর্ষক প্রস্তাবে ইউপিআইয়ের প্রতিটি লেনদেনের জন্য এবার থেকে চার্জ কাটার বিষয়ে চিন্তাভাবনা শুরুর কথা বলা হয়েছে। ইউপিআই পরিকাঠামো নির্মাণ ও তা চালানোর যে খরচ, তা তুলতেই এই পরিকল্পনা বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আরবিআই জানাচ্ছে, আইএমপিএস তথা ইনস্ট্যান্ট পেমেন্ট সার্ভিসেরই সমতুল ইউপিআই। সেই হিসেবে আইএমপিএসের জন্য ধার্য চার্জ কাটা উচিত ইউপিআইয়ের ক্ষেত্রেও। এই বিষয়ে আরবিআই ওই প্রস্তাবনায় জানিয়েছেন, ‘বিনামূল্যে পরিষেবার কোনও যুক্তি নেই বিশেষত অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে, যার মধ্যে পেমেন্ট সিস্টেমও রয়েছে, যদি না তাতে দেশ ও জাতির কল্যাণের মতো কোনও বিষয় থাকে।’দিনে দিনে জনপ্রিয়তা বাড়ছে ইউপিআইয়ের। একটি পরিসংখ্যান বলছে শুধুমাত্র মে মাসেই প্রায় ৬০০ কোটি ট্রানজাকশন হয়েছে এর মাধ্যমে, টাকার অঙ্কে ১০.৪ লক্ষ কোটিরও বেশি। সব মিলিয়ে ডিজিটাল লেনদেনের জগতে কার্যত বিপ্লব এনেছে ইউপিআই।

You might also like!