Country

1 year ago

Rabri Devi on CBI Raid in Bihar : সিবিআই অভিযানকে তীব্র কটাক্ষ রাবড়ি দেবীর, বললেন সবটাই ভয় দেখানোর প্রচেষ্টা

Rabri devi on CBI Raid in Bihar
Rabri devi on CBI Raid in Bihar

 

পাটনা, ২৪ আগস্ট : রেলে চাকরির আশ্বাস দিয়ে জমি হাতানো মামলার তদন্তে আরজেডি-র একাধিক নেতার বাড়ি ও দফতরে সিবিআই-এর তল্লাশি অভিযানকে কটাক্ষ করলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আরজেডি নেত্রী রাবড়ি দেবী। তাঁর মতে, এই অভিযান আসলে ভয় দেখানোর চেষ্টা। তিনি বলেছেন, আমরা এসবে ভয় পাই না।

বুধবার সকাল থেকে আরজেডি-র রাজ্যসভা সাংসদ আশফাক করিম, বিধান পরিষদের সদস্য তথা দলের কোষাধক্ষ্য সুনীল সিং এবং বিধান পরিষদের প্রাক্তন সদস্য সুবোধ রাইয়ের ঠিকানায় তল্লাশি চালানো হয়েছে। পাশাপাশি আরজেডি নেতা ফাইয়াজ আহমেদের বাড়িতেও তল্লাশি চালিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। রেলে চাকরির আশ্বাস দিয়ে জমি হাতানো মামলার তদন্তে এদিন বিহারের পাটনা, কাটিহার, মধুবনী এবং দিল্লি ও হরিয়ানার গুরুগ্রামেও তল্লাশি চালায় সিবিআই।

সিবিআই-এর এই অভিযান প্রসঙ্গে রাবড়ি দেবী বলেছেন, "তাঁরা ভয় পাচ্ছে। নীতীশ কুমারের নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়েছে। বিজেপি ছাড়া সব দলই আমাদের সঙ্গে। আমাদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, সিবিআই (অভিযান) শুধু আমাদের ভয় দেখানোর জন্য। আমরা ভয় পাব না। এটা প্রথমবার এমনটা ঘটছে না।"


You might also like!