নয়াদিল্লি, ২ ডিসেম্বর : বিশ্ব জলবায়ু সম্মেলন কোপ-২৮ অংশ নেওয়ার পর দিল্লিতে ফিরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার গভীর রাতে দিল্লিতে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাতৃভূমিতে ফেরার আগে সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদী টুইট করে লেখেন, ধন্যবাদ দুবাই। শুক্রবার দিনভর ঠাসা কর্মসূচি ছিল প্রধানমন্ত্রীর।
দুবাইয়ে বিশ্ব জলবায়ু সম্মেলনের ফাঁকে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। পাশাপাশি বিশ্ব জলবায়ু সম্মেলনে বক্তব্যও রাখেন প্রধানমন্ত্রী। বিশ্ব জলবায়ু সম্মেলন কোপ-২৮-এ অংশ নেওয়ার পর শুক্রবার গভীর রাতে মাতৃভূমিতে ফিরে এসেছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও আপলোড করেছেন এবং লেখেন ধন্যবাদ দুবাই।