Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

Country

10 months ago

President shocked by stampede incident: পদপিষ্টের ঘটনায় শোকস্তব্ধ রাষ্ট্রপতি, ক্ষতিপূরণ ঘোষণা রেলের

President shocked by stampede incident
President shocked by stampede incident

 

নয়াদিল্লি, ১৬ ফেব্রুয়ারি : নতুন দিল্লি রেল স্টেশনে পদপিষ্ট হয়ে প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শোকপ্রকাশ করেছেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়ও। রাষ্ট্রপতি মুর্মু এক্স হ্যান্ডেলে জানিয়েছে, নতুন দিল্লি রেল স্টেশনে পদপিষ্ট হয়ে প্রাণহানির খবর জানতে পেরে গভীরভাবে মর্মাহত। আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় শোকবার্তায় জানিয়েছেন, "নতুন দিল্লি রেল স্টেশনে প্রাণহানির ঘটনায় ব্যথিত। আমি এই মর্মান্তিক ক্ষতির জন্য আমার আন্তরিক সমবেদনা প্রকাশ করছি এবং আমি আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি।" রেলের তরফে পদপিষ্টের ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে রবিবার। মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে দেওয়া হবে। এ ছাড়া, শনিবারের ঘটনায় যাঁরা গুরুতর জখম, তাঁরা পাবেন আড়াই লক্ষ টাকা। যাঁদের আঘাত সামান্য, তাঁদের এক লক্ষ টাকা করে দেওয়া হবে।

You might also like!