নয়াদিল্লি, ২২ আগস্ট : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রখ্যাত ও বিশিষ্ট বিজ্ঞানীদের রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার - ২০২৪ প্রদান করেছেন। অধ্যাপক গোবিন্দরাজন পদ্মনাভনকে রাষ্ট্রপতি কর্তৃক বিজ্ঞান রত্ন ২০২৪ পুরস্কার প্রদান করা হয়। ডঃ আনন্দরামকৃষ্ণণ কৃষি বিজ্ঞানের ক্ষেত্রে বিজ্ঞান শ্রী পুরস্কার পেয়েছেন।
ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, মুম্বই থেকে ডঃ আভেশ কুমার ত্যাগী পরমাণু শক্তির ক্ষেত্রে বিজ্ঞান শ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন। পুণের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ থেকে অধ্যাপক প্রফেসর জয়ন্ত ভালচন্দ্র উদগাঁওকর জীববিজ্ঞানে বিজ্ঞান শ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন।