Country

4 months ago

Preparations for Janmashtami in Mathura :মথুরায় জন্মাষ্টমীর প্রস্তুতি তুঙ্গে, নিরাপত্তায় কোনও খামতি রাখছে না পুলিশ-প্রশাসন

Preparations for Janmashtami in Mathura
Preparations for Janmashtami in Mathura

 

মথুরা, ২২ আগস্ট : উত্তর প্রদেশের মথুরায় জন্মাষ্টমীর প্রস্তুতি তুঙ্গে, জন্মাষ্টমী উৎসবের প্রেক্ষিতে সুরক্ষায় কোনও খামতি রাখছে না পুলিশ ও প্রশাসন। সমগ্র মথুরাজুড়ে আঁটোসাঁটো করা হচ্ছে নিরাপত্তা। আগামী ২৬ আগস্ট শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী, সেই উপলক্ষ্যে প্রস্তুতি চলছে পুরোদমে।

ইতিমধ্যেই পুলিশের শীর্ষ কর্তারা নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেছেন। মথুরায় সাজিয়ে তোলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের মন্দির। এসএসপি শৈলেশ পান্ডে বলেছেন, "শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে মথুরায় যে অনুষ্ঠান হয় সে জন্য প্রস্তুতি পুরোদমে চলছে। ব্যাপক আয়োজন করা হয়েছে। শ্রীকৃষ্ণ জন্মস্থানে একটি বড় অনুষ্ঠান হয়... লক্ষাধিক ভক্ত বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দির পরিদর্শনেও আসেন। সে জন্য ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে... শ্রী কৃষ্ণ জন্মস্থানের সমগ্র এলাকা ৩টি জোনে এবং ১৭টি সেক্টরে ভাগ করা হয়েছে। আমরা ভক্তদের কাছে অনুরোধ করছি, পুলিশ-প্রশাসনের করা ব্যবস্থা মেনে চলার জন্য এবং নিরাপত্তায় সহযোগিতা করার জন্য।"

You might also like!