Country

7 hours ago

PM Divyasha Kendra inaugurated: কোটায় পিএম দিব্যশা কেন্দ্রের উদ্বোধন, দিব্যাঙ্গদের জন্য আশার আলো

Om Birla inaugurates Pradhan Mantri Divyasha Kendra in Kota
Om Birla inaugurates Pradhan Mantri Divyasha Kendra in Kota

 

কোটা, ১৯ মে : লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা সোমবার রাজস্থানের কোটায় প্রধানমন্ত্রী দিব্যশা কেন্দ্রের শুভ উদ্বোধন করেছেন। পিএম দিব্যশা কেন্দ্রের উদ্বোধন করার পর প্রতিবন্ধীদের হাতে কাস্টমাইজড সহায়ক ডিভাইস তুলে দেন তিনি, যা প্রাপকদের মধ্যে আনন্দের সঞ্চার করে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, “কোটায় প্রধানমন্ত্রী দিব্যশা কেন্দ্র খোলা হয়েছে। এই কেন্দ্রের মাধ্যমে, প্রতিবন্ধী ব্যক্তিরা এমন সহায়ক ডিভাইস পাবেন যা তাদের আত্মবিশ্বাস এবং আত্মনির্ভরতা বৃদ্ধি করবে। তাদের মধ্যে ইতিমধ্যেই অভ্যন্তরীণ শক্তি রয়েছে; এই উপকরণগুলি তাদের সত্যিকার অর্থে আত্মনির্ভরশীল হতে সাহায্য করবে।”

You might also like!