Country

2 weeks ago

PM slammed Congress And INDI alliance: পরিবারতান্ত্রিক দলগুলি উন্নয়ন ও ঐতিহ্যেরও বিরোধী : প্রধানমন্ত্রী

PM Modi (File Picture)
PM Modi (File Picture)

 

উধমপুর, ১২ এপ্রিল: কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী দলগুলিকে ফের আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার জম্মু ও কাশ্মীরের উধমপুরে এক নির্বাচনী জনসভা থেকে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "পরিবারতান্ত্রিক দলগুলি উন্নয়ন ও ঐতিহ্যেরও বিরোধী। কংগ্রেস বলছে, রাম মন্দির বিজেপির জন্য নির্বাচনী ইস্যু। রামমন্দির নির্বাচনী ইস্যু ছিল না, হবেও না। বিজেপির জন্মের আগে থেকেই রাম মন্দিরের লড়াই চলছিল। রাম মন্দিরের লড়াই ৫০০ বছরের পুরনো।"

প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "কংগ্রেস এবং তাঁদের মিত্রদের নেতারা বড় বড় বাংলোতে থাকেন, কিন্তু যখন রামলালার তাঁবু বদলানোর কথা আসে, তখন এই লোকেজন চোখ বন্ধ করতেন। বৃষ্টির সময় রামলালার তাঁবু ফুটো হয়ে জল পড়ত এবং রামলালার ভক্তরা তাঁবু বদলানোর জন্য আদালতের চক্কর দিতে থাকেন। এটা ছিল কোটি কোটি মানুষের বিশ্বাসের ওপর আক্রমণ, যারা রামকে নিজেদের আরাধ্য মনে করেন।" মোদী বলেছেন, "কংগ্রেস এবং আইএনডিআই জোটের লোকজন দেশের বেশিরভাগ মানুষকে গুরুত্ব দেয় না। তাঁরা মানুষের আবেগ নিয়ে খেলা উপভোগ করে। এই লোকজন এক সাজাপ্রাপ্ত অপরাধীর বাড়িতে গিয়ে মাটন রান্না করছেন, শুধু তাই নয়, দেশের মানুষকে উত্যক্ত করতে আবার ভিডিও তৈরি করছেন। আইন কাউকে কিছু খেতে বাধা দেয় না। ভেজ অথবা নন-ভেজ খাওয়ার স্বাধীনতা সবারই আছে। কিন্তু এই লোকজনের উদ্দেশ্যে অন্য। এই লোকজন নিজেদের মুঘল মানসিকতা দিয়ে মানুষকে উত্যক্ত করতে চায় এবং তাঁদের ভোটব্যাঙ্ক নিশ্চিত করতে চায়।"

You might also like!