Country

1 year ago

Electricity Bill : বিপ্লবী ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকীর নামে বকেয়া বিদ্যুৎ বিল মেটাতে গেল নোটিস

Prafulla Chaki , Khudiram Basu
Prafulla Chaki , Khudiram Basu

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দু'শো একশো টাকার বিল নয়, একেবারে ১ লক্ষ ৩৬ হাজার টাকার বিল গেল বিপ্লবী ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকীর নামে। শুধু তাই নয় নোটিস পাঠিয়ে বকেয়া বিল মেটাতে বলল বিদ্যুৎ দফতর। এক সপ্তাহের মধ্যে সেই বিদ্যুৎ বিল মেটানোর নির্দেশও দেওয়া হয়েছে! বিষয়টি অবিশ্বাস্য মনে হলেও, এমনই ঘটনা ঘটেছে বিহারের মুজফফরপুরে।

নর্থ বিহার পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির সদর দফতর মুজফফরপুর থেকে এই নোটিস পাঠানো হয়েছে দুই বিপ্লবীর নামে। ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকীর স্মৃতিতে তৈরি বেদিতে সেই নোটিস সেঁটে দিয়ে এসেছেন বিদ্যুৎ দফতরের কর্মীরা।

৪ মার্চের মধ্যে বকেয়া মেটাতে বলা হয়েছে। যদি নির্ধারিত সময়ে সেই টাকা মেটানো না হয়, তা হলে দুই বিপ্লবীর স্মৃতিতে তৈরি বেদির বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হবে বলে নোটিসে জানানো হয়েছে।

দুই বিপ্লবীর স্মৃতিতে তৈরি ওই বেদি শহরের কোম্পানি বাগ এলাকায় রয়েছে।উল্লেখ্য, ওই জায়গাতেই ১৯০৮ সালের ৩০ এপ্রিল ব্রিটিশ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যা করার জন্য বোমা ছুড়েছিলেন ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকী।

পটনার বিদ্যুৎ ভবনের শীর্ষ এক আধিকারিক এ প্রসঙ্গে জানিয়েছেন, বিদ্যুৎ বিলের বিষয়টি সঠিক। নোটিসও টাঙানো হয়েছে দুই বিপ্লবীর বেদিতে। ওই দুই বেদির রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে একটি বেসরকারি সংস্থা। তাদেরই এই বকেয়া টাকা মেটাতে হবে।

You might also like!