Country

11 months ago

Inauguration of the new parliament building:এবার ডিএমকে, আরজেডি ও এনসিপি-সহ ৪ দল, নতুন সংসদ ভবনের উদ্বোধন বয়কটের সিদ্ধান্ত বিরোধীদের

Inauguration of the new parliament building
Inauguration of the new parliament building

 

নয়াদিল্লি, ২৪ মে : তৃণমূল কংগ্রেস ও আম আদমি পার্টির পর এবার ডিএমকে, রাষ্ট্রীয় জনতা দল, এনসিপি ও ভিদুথালাই চিরুথাইগাল কাটচি (ভিসিকে) দলও জানিয়ে দিল, আগামী রবিবার (২৮ মে) নতুন সংসদ ভবনের উদ্বোধন কর্মসূচিতে যোগ দেবে না তাঁদের দল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার নয়া সংসদ ভবনের উদ্বোধন করবেন। সেই কর্মসূচিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণই জানানো হয়নি বলেই অভিযোগ কংগ্রেস-সহ বিরোধীদের। আর তাই নতুন সংসদ ভবনের উদ্বোধন বয়কটের সিদ্ধান্ত নিয়েছে অধিকাংশ বিরোধী দল। এবার সেই তালিকায় ডিএমকে ও আরজেডি-র নামও যুক্ত হল, যুক্ত হয়েছে এনসিপি ও ভিসিকে-র নামও। বুধবার ডিএমকে সাংসদ তিরুচি শিবা বলেছেন, "ডিএমকে (দ্রাবিড় মুনেত্র কাজগাম) নতুন সংসদ ভবনের উদ্বোধন বয়কট করবে।" আরজেডিও একই সিদ্ধান্তের কথা জানিয়েছে। বিহারের উপ-মুখ্যমন্ত্রী ও আরজেডি নেতা তেজস্বী যাদব বলেছেন, আমরা নতুন সংসদ ভবনের উদ্বোধন বয়কটের সিদ্ধান্ত নিয়েছি।

আবার উদ্ধব ঠাকরে ঘনিষ্ঠ সাংসদ সঞ্জয় রাউত বুধবার জানিয়েছেন, "সমস্ত বিরোধী দল ২৮ মে নতুন সংসদ ভবনের উদ্বোধন বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে এবং আমরাও তাই করব।" ভারত রাষ্ট্র সমিতি অবশ্য এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি। বুধবার ভারত রাষ্ট্র সমিতির সাংসদ কে কেশব রাও বলেছেন, "আমরা এখনও কোনও সিদ্ধান্ত নিইনি, এটা অসম্ভাব্য যে আমরা অংশগ্রহণ করব। কিন্তু আমরা বৃহস্পতিবার নিজেদের সিদ্ধান্ত ঘোষণা করব।" এনসিপি-র পক্ষ থেকে জানানো হয়েছে, এনসিপি নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবে না, দল এই ইস্যুতে অন্যান্য সমমনোভাবাপন্ন বিরোধী দলগুলির পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

সংবিধান বিশেষজ্ঞদের একাংশের মতে, সংসদের অভিভাবক হলেন রাষ্ট্রপতি। কারণ, সংবিধানের ৭৯ ধারায় বলা হয়েছে, সংসদ রাষ্ট্রপতি, লোকসভা ও রাজ্যসভা নিয়ে গঠিত। তাই তাঁরই উচিত নতুন সংসদ ভবনের উদ্বোধন করা। কিন্তু উদ্বোধন দূর অস্ত্‌, রবিবারের অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে আমন্ত্রণই জানানো হয়নি বলে অভিযোগ বিরোধীদের।


You might also like!