পাটনা, ২২ মে : ভোট যত শেষের পথে ততই আত্মবিশ্বাসী দেখাচ্ছে বিজেপি-সহ এনডিএ শিবিরকে। এবার তারই প্রতিধ্বনি শোনা গেল এনডিএ জোটের সঙ্গী তথা এলজেপি (রামবিলাস) দলের প্রধান চিরাগ পাসোয়ানের গলায়।
এলজেপি (রামবিলাস) দলের প্রধান তথা হাজিপুর লোকসভা আসনের প্রার্থী চিরাগ পাসোয়ান বুধবার বলেন, এই পাঁচটি দফায় আমরা (এনডিএ) ইতিমধ্যেই ৩০০-৩১৫টি আসন পেয়ে গেছি। ২৫ মে এবং ১ জুনের ভোটের পর আমরা (এনডিএ) নিশ্চিতভাবেই ৪০০-র গণ্ডি পেরিয়ে যাব। এবার যদি এনডিএ সর্বোচ্চ সংখ্যক আসন নিয়ে সরকার গঠন করে ইতিহাস তৈরি করে, তাহলেও যেমন কারওর অবাক হওয়ার কিছু নেই, তেমনই কংগ্রেস যদি সর্বকালের সর্বনিম্ন আসন পায়, তাতেও কারওর অবাক হওয়ার কিছু নেই।