Country

3 days ago

Arun Kumar: সঙ্ঘের অধীনে ৩২টিরও বেশি সংগঠন কাজ করছে : অরুণ কুমার

Arun Kumar
Arun Kumar

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বিজেপি ও আরএসএস-এর মধ্যে কোনও পার্থক্য নেই, তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-র সহ সরকার্যবাহ অরুণ কুমার।অখিল ভারতীয় প্রতিনিধি সভার বৈঠকের দ্বিতীয় দিনে, বেঙ্গালুরুতে এক সাংবাদিক সম্মেলনে সহ সরকার্যবাহ অরুণ কুমার বলেছেন, "সঙ্ঘের অধীনে ৩২টিরও বেশি সংগঠন কাজ করছে। প্রতিটি সংগঠন স্বাধীন এবং তাদের নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া রয়েছে। প্রতিটি সংগঠনের স্থানীয়, জেলা এবং মণ্ডল স্তরে নিজস্ব সদস্যপদ, নির্বাচন এবং কাঠামো রয়েছে এবং তারা নিজস্ব প্রক্রিয়া অনুসরণ করে।"

অরুণ কুমার আরও বলেছেন, "আমাদের (বিজেপি এবং আরএসএস) মধ্যে কোনও পার্থক্য নেই। আমরা সমাজ এবং দেশের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলিতে একসঙ্গে কাজ করি এবং আমরা পারস্পরিক বিশ্বাসের ভিত্তিতে কাজ চালিয়ে যাচ্ছি। সংগঠনগুলির প্রক্রিয়া চলমান রয়েছে, তাদের সদস্য সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং জেলা ও রাজ্য স্তরে কমিটি গঠন করা হচ্ছে।"


You might also like!