Country

1 year ago

Mohan Bhagwat: পুণে-তে সঙ্ঘের সমন্বয় বৈঠকের সূচনা, ভারতমাতার মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ মোহন ভাগবতের

Mohan Bhagwat
Mohan Bhagwat

 

পুণে, ১৪ সেপ্টেম্বর : মহারাষ্ট্রের পুণে-তে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-র তিনদিন ব্যাপী অখিল ভারতীয় সমন্বয় বৈঠকের সূচনা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ এই সমন্বয় বৈঠকের সূচনা হয়। বৈঠক শুরু হওয়ার আগে ভারতমাতার মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন আরএসএস-এর সরসঙ্ঘচালক ডাঃ মোহন ভাগবত ও সরকার্যবাহ দত্তাত্রেয় হোসবালে। তিনদিন ব্যাপী এই সভায় আরএসএস-এর দ্বারা অনুপ্রাণিত ৩৬টি সংগঠনের ২৬৭ জন পদাধিকারী অংশ নিয়েছেন।

অখিল ভারতীয় সমন্বয় বৈঠকে উপস্থিত বিশিষ্টদের মধ্যে রয়েছেন আরএসএস-এর সহসরকার্যবাহ ডঃ কৃষ্ণগোপাল জি, ডঃ মনমোহন বৈদ্য, অরুণ কুমার জি, মুকুন্দ জি। এছাড়াও বৈঠকে যোগ দিয়েছেন রামদত্ত চক্রধর, একইসঙ্গে অখিল ভারতীয় কর্মকারিণী সদস্য ভাইয়াজি যোশী, সুরেশ সোনি, ভি. ভাগাইয়া, রাষ্ট্র সেবিকা সমিতির প্রমুখ সঞ্চালিকা শান্তাক্কা, অখিল ভারতীয় কার্যবাহিকা অন্নদানম সীতা গায়ত্রী, মহিলা সমন্বয় থেকে চন্দতাই, মহিলা শক্তি থেকে শৈলজা, রাষ্ট্রীয় সেবা ভারতী থেকে রেণু পাঠক, বনবাসী কল্যাণ আশ্রমের সভাপতি রামচন্দ্র খারাদি, ভিএইচপি কার্যকরী সভাপতি অলোক কুমার, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের রাজ শরণ শাহি, বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা প্রমুখ।

এটি একটি বার্ষিক সভা, গত বছর রায়পুরে আয়োজিত হয়েছিল এই বৈঠক। তিনদিন ব্যাপী এই বৈঠকে অংশগ্রহণকারীরা সামাজিক জীবনের বিভিন্ন ক্ষেত্রে নিজেদের অভিজ্ঞতা ও কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। বর্তমান জাতীয় প্রেক্ষাপট ছাড়াও সামাজিক সম্প্রীতি, পরিবেশ, পারিবারিক মূল্যবোধ, সেবামূলক কাজ, অর্থনীতি ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যাপক আলোচনা ও মতবিনিময় হবে বৈঠকে। সামাজিক রূপান্তরকে সহায়তা করবে এমন বিভিন্ন কর্মকাণ্ড নিয়েও আলোচনা করা হবে।


You might also like!