Country

7 months ago

Ravi Shankar Prasad:শীঘ্রই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন মোদীজি : রবিশঙ্কর প্রসাদ

Ravi Shankar Prasad
Ravi Shankar Prasad

 

নয়াদিল্লি, ৫ মে : শীঘ্রই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন মোদীজি। আশা ব্যক্ত করলেন বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ। এবারের লোকসভা নির্বাচনে পাটনা সাহিব আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন রবিশঙ্কর প্রসাদ। এই আসনে তিনি জয়লাভও করেছেন। রবিশঙ্কর প্রসাদ এদিন দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, "আমাকে আশীর্বাদ করার জন্য আমি পাটনা সাহিবের জনগণকে ধন্যবাদ জানাই। নরেন্দ্র মোদীজি শীঘ্রই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন।"

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও তেজস্বী যাদব এক বিমানে দিল্লি যাওয়া নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক সমালোচনা। এ প্রসঙ্গে রবিশঙ্কর প্রসাদকে প্রশ্ন করা হলে, তিনি বলেন, নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন। এই দুই নেতা এনডিএ-র সঙ্গে থাকবেন বলেই আশা ব্যক্ত করেছেন রবিশঙ্কর প্রসাদ।


You might also like!