West Bengal

1 day ago

POLICE RAID ON GAMBLING DEN: ভাঙড়ে মেলায় জুয়ার আসর, বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ

POLICE RAID ON GAMBLING DEN
POLICE RAID ON GAMBLING DEN

 

ভাঙড়, ২০ জানুয়ারি : দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে জুয়ার আসর বন্ধ করতে গিয়ে আক্রান্ত হলেন পুলিশ কর্মীরা। বাঁশ দিয়ে পেটানো হয় কনস্টেবল এবং সিভিক ভলেন্টিয়ারদের। ভাঙড় থানার অন্তর্গত শাকশহর গ্রামে রবিবার রাতে এই ঘটনা ঘটে। ওই গ্রামে পীরের মেলায় জুয়ার আসর বসেছিল, এমনই অভিযোগ পেয়ে অভিযান চালায় ভাঙড় থানার পুলিশ। অভিযোগ, পুলিশ জুয়ার ঠেক বন্ধ করার পাশাপাশি অভিযুক্তদের ধরতে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় লোকজন।

তখনই ভাঙড় থানার চার পুলিশ কর্মী জখম হন। গত বুধবার থেকে শাকশহরে বাবন পীরের মেলা শুরু হয়েছে। অভিযোগ, সেখানেই জুয়ার আসর বসে। পুলিশ জুয়ার আসর বন্ধ করে, যখন কয়েকজনকে আটক করে গাড়িতে তুলতে যায় তখনই গন্ডগোল বাধে। এই ঘটনায় শাসকদলের স্থানীয় কয়েকজন নেতার নাম জড়ায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। এই ঘটনায় কে বা কারা জড়িত রয়েছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

You might also like!