Country

1 week ago

Modi: অষ্টাদশ লোকসভার সদস্য হিসেবে শপথ মোদীর, ওয়ানাড থেকে রাহুলের ইস্তফা গৃহীত

Modi
Modi

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অষ্টাদশ লোকসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার বেলা এগারোটা নাগাদ অষ্টাদশ লোকসভার অধিবেশন শুরু হলে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিম্নকক্ষের সদস্য হিসেবে শপথবাক্য পাঠ করান প্রোটেম স্পিকার ভর্ত্রুহরি মহতাব। পাশাপাশি কেরলের ওয়ানাড সংসদীয় আসন থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রোটেম স্পিকার ভর্ত্রুহরি মহতাব। রাহুল গান্ধী রায়বেরেলি লোকসভা আসন রেখে দিয়েছেন।

অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন সোমবার শুরু হয়েছে। এদিন সকালেই প্রোটেম স্পিকার হিসেবে শপথ নেন ভর্ত্রুহরি মহতাব। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁকে শপথ বাক্য পাঠ করান। অধিবেশন শুরু হলে প্রথমেই তিনি শপথ নিতে ডাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এরপর অধ্যক্ষ নির্বাচন না হওয়া পর্যন্ত সভা পরিচালনার কাজে মহতাবকে সহায়তার জন্য নিযুক্ত প্যানেলের সদস্যরা শপথ নেন। এরপর হয় কেন্দ্রীয় মন্ত্রীদের শপথ গ্রহণ। তারপর নবনির্বাচিত সাংসদদের, রাজ্যের নামের আদ্যক্ষর অনুযায়ী শপথ নেওয়ার জন্য ডাকা হবে। আগামী বুধবার হবে নতুন অধ্যক্ষ নির্বাচন। বৃহস্পতিবার উভয় সভার যৌথ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেদিনই শুরু হবে, রাজ্যসভার অধিবেশন। ৩ জুলাই পর্যন্ত সংসদেরঅধিবেশন চলার কথা।


You might also like!