West Bengal

3 days ago

Hollong Tourist Lodge: হলং বাংলোর পুনর্নির্মাণ করা হোক ঐতিহ্য মেনেই! পর্যটন সংস্থার চিঠি মুখ্যমন্ত্রীকে

Hollong Tourist Lodge (File Picture)
Hollong Tourist Lodge (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জলদাপাড়া অভ্যারণ্যের ভেতর ছবির মতো সুন্দর সেই ‘নস্টালজিয়া’ পুড়ে ছাই হয়ে গিয়েছে কয়েকদিন আগেই। তবে বাংলোটির পুনর্নির্মাণ করা হোক পুরনো ঐতিহ্য এবং প্রাকৃতিক শোভার কথা মাথায় রেখেই। হিমালয়ান হসপিটালিটি এন্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্ক এমনটাই আবেদন করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখল। 

এছাড়াও পরিবেশ প্রেমী থেকে শুরু করে পর্যটকদের একাংশ চাইছেন কাঠের তৈরি সেই বাংলোর ঐতিহ্য মেনেই পুনর্নির্মাণ করা হোক। সবুজ বনানীর মাঝে ইট, পাথর, কংক্রিটের ভিড় বড্ড বেমানান। তাই, নতুন বাংলো নির্মাণের সময় যেন রূঢ় আধুনিকতা অগ্রাধিকার না পায়। প্রকৃতির কোলে মাথা তুলে দাঁড়ানো এই বাংলোর প্রাচীনত্বই অনেক বেশি সুন্দর, অনেক বেশি মলিন।

You might also like!