Country

2 months ago

Mansukh Mandaviya:স্বচ্ছতা অভিযানে অংশ নিলেন মনসুখ মান্ডভিয়া, পরিচ্ছন্নতার ওপর দিলেন বিশেষ জোর

Mansukh Mandaviya
Mansukh Mandaviya

 

পোরবন্দর, ২ অক্টোবর : গুজরাটের পোরবন্দরে স্বচ্ছতা অভিযানে অংশ নিলেন কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী মনসুখ মান্ডভিয়া। গান্ধী জয়ন্তী উপলক্ষ্যে বুধবার সকালে পোরবন্দরের সমুদ্রতটে স্বচ্ছতা অভিযানে অংশ নেন কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডভিয়া।

স্বচ্ছতা অভিযানে অংশ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডভিয়া বলেছেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে সূচনা হওয়া স্বচ্ছতা অভিযানের ১০ বছর পূর্ণ হল। এই অভিযানে ভারতের বিস্তীর্ণ ৭,৫০০ কিলোমিটার উপকূলরেখা বরাবর এক হাজারের বেশি স্থানে পরিচ্ছন্নতায় জোর দেওয়া হবে। বিশেষ করে একক-ব্যবহারের প্লাস্টিক সংগ্রহ, পৃথকীকরণ এবং নিষ্পত্তির উপর দৃষ্টি নিবদ্ধ করে। বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক 'স্বচ্ছতা অভিযানে' অংশ নিচ্ছেন।"

You might also like!