জলপাইগুড়ি, ৭ অক্টোবর : উত্তরবঙ্গে নদীতে ভেসে এক কিশোরীর মৃতদেহ। সোমবার সকাল সাড়ে ৮টা নাগাদ ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের ডাঙাপাড়া এলাকায় সুখানি নদীতে অজ্ঞাত পরিচয় ওই কিশোরীর মৃতদেহ ভেসে আসে বলে জানা গিয়েছে। মৃতদেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার সকালে স্থানীয় এক বাসিন্দাই প্রথম মৃতদেহ আবিষ্কার করেন। তিনি দূর থেকে দেখতে পান নদীতে কিছু একটা ভাসছে। এরপর কাছে গিয়ে দেখেন সেটি একটি কিশোরীর দেহ।
দ্রুত খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমে যায়। এদিকে এই মুহূর্তে সুখানি নদীতে সেরকম জল নেই। তারপরও কীভাবে সেই দেহ ভেসে আসল বা কীভাবে সেই কিশোরীর মৃত্যু হল, তা বুঝে উঠতে পারছেন না স্থানীয় বাসিন্দারা। ঘটনার খবর পেয়ে সকাল নটা নাগাদ ঘটনাস্থলে আসে নাগরাকাটা থানার পুলিশ। এরপর দেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য জলপাইগুড়িতে পাঠানো হয়।