Breaking News
 
Sunny Leone: সানি লিওনের অনুষ্ঠানে ধর্মীয় ভাবাবেগে আঘাত? মথুরার পুরোহিতদের হুঁশিয়ারি— ‘শো বন্ধ না হলে ফল হবে ভয়ঙ্কর’ Suryakumar Yadav and Khushi Mukherjee : মাঠের বাইরে অন্য পিচে সূর্যকুমার? বঙ্গ সুন্দরী খুশির সঙ্গে চ্যাটের কথা প্রকাশ্যে আসতেই শোরগোল নেটপাড়ায় Mamata Banerjee : মমতার নিশানায় এআই ও বিজেপি! ‘৫ কোটি ভোটারের রাজ্যে ৫৪ লক্ষ নাম বাদ’, কমিশনের নিরপেক্ষতা নিয়ে বড় তোপ Mamata Banerjee:‘ইউ মাস্ট রিজাইন’! বাঁকুড়ার মাটি থেকে শাহের পদত্যাগ দাবি মমতার, অনুপ্রবেশ ইস্যুতে সরাসরি চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী Mamata Banerjee: নাম কাটার চক্রান্ত রুখবে তৃণমূল! এসআইআর-এর নামে বয়স্কদের হয়রানি দেখে ফুঁসে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee:‘বিজেপি মানেই দুঃশাসন’! শাহের দিল্লি সফরকে নিশানা করে অনুপ্রবেশ ও নিরাপত্তা ইস্যুতে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

 

West Bengal

1 year ago

The dead body of the girl floated in Sukhani river: সুখানি নদীতে ভেসে এল কিশোরীর মৃতদেহ, ছড়ালো চাঞ্চল্য

The dead body of the girl floated in Sukhani river
The dead body of the girl floated in Sukhani river

 

জলপাইগুড়ি, ৭ অক্টোবর :  উত্তরবঙ্গে নদীতে ভেসে এক কিশোরীর মৃতদেহ। সোমবার সকাল সাড়ে ৮টা নাগাদ ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের ডাঙাপাড়া এলাকায় সুখানি নদীতে অজ্ঞাত পরিচয় ওই কিশোরীর মৃতদেহ ভেসে আসে বলে জানা গিয়েছে। মৃতদেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার সকালে স্থানীয় এক বাসিন্দাই প্রথম মৃতদেহ আবিষ্কার করেন। তিনি দূর থেকে দেখতে পান নদীতে কিছু একটা ভাসছে। এরপর কাছে গিয়ে দেখেন সেটি একটি কিশোরীর দেহ।

দ্রুত খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমে যায়। এদিকে এই মুহূর্তে সুখানি নদীতে সেরকম জল নেই। তারপরও কীভাবে সেই দেহ ভেসে আসল বা কীভাবে সেই কিশোরীর মৃত্যু হল, তা বুঝে উঠতে পারছেন না স্থানীয় বাসিন্দারা। ঘটনার খবর পেয়ে সকাল নটা নাগাদ ঘটনাস্থলে আসে নাগরাকাটা থানার পুলিশ। এরপর দেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য জলপাইগুড়িতে পাঠানো হয়।

You might also like!