কলকাতা, ৬ অক্টোবর : শারদীয়া নবরাত্রির সূচনা হয়েছে বৃহস্পতিবার। সেই উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর রবিবার নবরাত্রির চতুর্থ দিনে দেবীর কাছে দীর্ঘায়ু কামনা করলেন প্রধানমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, নবরাত্রির চতুর্থ দিনে দেবী কুষ্মাণ্ডার চরণে নমস্কার! মায়ের কৃপায় সকলের জীবন দীর্ঘায়ু হোক, এটাই আমার কামনা।
উল্লেখ্য, শারদীয়া নবরাত্রি উপলক্ষ্যে দেশজুড়ে বিভিন্ন মন্দিরে পূজার্চনা শুরু হয়েছে। অমৃতসর থেকে দিল্লি, কলকাতা থেকে জম্মু, দেশের সর্বত্রই শারদীয়া নবরাত্রির প্রতিটি দিনেই চলছে পূজার্চনা।